Wednesday, August 27, 2025

মুম্বইয়ে বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩, ধ্বংসস্তূপে আটকে বহু

Date:

বুধবার গণেশ চতুর্থী। মুম্বই(Mumbai) জুড়ে এখন উৎসবের আমেজ। কিন্তু এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মুম্বইয়ের কাছেই ভিরারে (Virar) এক বহুতলের একাংশ ভেঙে পড়ল। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পূর্ব ভিরার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে রামাবাই আবাসনে দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এখন পর্যন্ত বহুতল আবাসনের একাংশ ভেঙে পড়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আট জন। আরও অনেক মানুষ ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে থাকতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, ১৫-২০ জন ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কীভাবে ঘটল এমন ভয়াবহ ঘটনা? পুলিশের প্রাথমিক অনুমান বিল্ডিংয়ে গ্যাস সিলিন্ডার (gas cylinder) বিস্ফোরণ হয়েছিল। তাতে ভেঙে পড়ে তিনতলা বিল্ডিংয়ের একাংশ। স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুসারে, মঙ্গলবার গভীর রাতে বাড়িটি ভেঙে পড়ে।

ভেঙে পড়া আবাসনের দু’টি উইং। একটি উইংয়ের চারতলায় মঙ্গলবার রাতে এক বছরের একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল। সেই সময়েই আচমকা আবাসনের ওই উইং ভেঙে পড়ে। ঘটনার পর পুলিশ এবং দমকলকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসেন পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়।

আরও পড়ুন: জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

আবাসনটি নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি হয়েছিল না বেআইনি নির্মাণ? জানা গিয়েছে এই আবাসনটি ১০ বছরের পুরানো। আগেই এই আবাসনটি ‘বিপজ্জনক’ ঘোষণা করেছিল মুম্বই পুরসভা। প্রশ্ন উঠছে ‘বিপজ্জনক’ ঘোষণার পর এতজন বাসিন্দা সেখানে ছিলেন কী করে? কেন পুলিশ প্রশাসন যথাযত ব্যবস্থা নেয়নি?

Related articles

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...
Exit mobile version