Thursday, August 28, 2025

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

Date:

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs Club) হারের মুখ দেখল সবুজ মেরুন। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ০-১ গোলে হেরে গিয়ে বেকায়দায় পড়ল ডেগি কার্ডোজার দল।

কলকাতা লিগে প্রথম থেকেই ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে মোহনবাগানের খেলায়। একটা ম্যাচ জিতলে পরের ম্যাচেই হারছে বা ড্র করছে। গত ম্যাচে বিএসএসের বিরুদ্ধে ৫ গোলে জয় পেলেও ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্স করল সবুজ মেরুন ব্রিগেড। এই ম্যাচ হেরে হেরে সুপার সিক্সের রাস্তা আরও কঠিন করে তুলল মোহনবাগান।

সবুজ-মেরুন অধিনায়ক সন্দীপ মালিক চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি। অন্যদিকে, বিশ্বজিৎ ভট্টাচার্যের দলে ছিলেন রবি হাঁসদার বাংলা দলের পরিচিত মুখ। ময়দানের পোড় খাওয়া কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য রণকৌশলে টেক্কা দিলেন ডেগি কার্ডোজাকে।

প্রথমার্ধে কোনও দলই সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে ক্যালকাটা কাস্টমসের ফুটবলাররা ব্যস্ত রেখেছিলেন সবুজ-মেরুন রক্ষণকে। প্রথমার্ধে কোনও পক্ষই কোনও দলই গোল করতে পারেনি। মোহনবাগানের খেলা ছিল দিশাহীন। দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। সেভাবে সুযোগ তৈরি হয়নি।

৬৯ মিনিটে কাস্টমসকে এগিয়ে দিতে পারতেন ঝন্টু প্রসাদ। তাঁর জোরাল শট অনবদ্য দক্ষতায় বাঁচিয়ে দেন মোহনবাগান গোলকিপার দীপ্রভাত ঘোষ।ক্যালকাটা কাস্টমসের রক্ষণের বজ্র আঁটুনির কাছে বারবার আটকে পড়তে দেখা গেল ডেগি কার্ডোজার ছেলেদের।

কিন্তু হাল না ছাড়ার মন্ত্র নিয়েই মাঠে নেমেছিল ক্যালকাটা কাস্টমস। খেলার গতির বিরুদ্ধে গিয়ে একেবারে শেষ মুহূর্তের গোলে কাস্টমসকে জয় এনে দিলেন রৌনক পাল। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রইল মোহনবাগান। সুপার সিক্সের পথ বেশ কঠিন সবুজ মেরুনের।

আরও পড়ুন – দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

_

 

_

 

_

 

_

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version