বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব জল্পনা। দুজনেই জানালেন, যদি আদৌ কিছু হয়ে থাকত তবে আজ একসঙ্গে কীভাবে থাকতাম। গণেশের আশীর্বাদে এবার সত্যিই তাঁদের দাম্পত্যের সব বাধা কেটে যাবে, প্রার্থনা বলিউড স্টারের।
বিচ্ছেদ (divorce) না কি সময়ের অপেক্ষা। বান্দ্রা আদালতে একগুচ্ছ মামলা স্বামীর বিরুদ্ধে না কি করেছিলেন সুনিতা। সম্প্রতি এসব গুজব ছড়ানোর পরে গোবিন্দার আইনজীবী সেই জল্পনায় জল ঢেলেছিলেন। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল গণেশ পুজোয় দুজনকে একসঙ্গে দেখা যাবে। সেই সম্ভাবনাকেই বুধবার সত্যি করলেন গোবিন্দা-সুনিতা।
পরিবারের এক বিশেষ দিনে স্ত্রীকে পাশে নিয়ে গোবিন্দা জানালেন, এর থেকে বিশেষ দিন আর কী হতে পারে। প্রভু গণেশের আশীর্বাদে পরিবারের উপর থেকে সব বাধা সরে গিয়ে সব দুঃখ সরে যায়। তিনি তাঁর ছেলে ও মেয়ে যশ ও টিনার জন্য সকলের থেকে আশীর্বাদ প্রার্থনা করেন।
আরও পড়ুন: গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর
তবে যাঁকে ঘিরে গোটা বিচ্ছেদের জল্পনা, সেই সুনিতা এদিন সকলকে অবাক করে দিলেন। তিনি স্পষ্ট করে দিলেন, যদি কিছু হত তবে আজ কী আমরা এত কাছে আসতাম। আমাদের মধ্যে একটা দূরত্ব হয়েছিল। কেউ আমাদের আলাদা করতে পারবে না, স্বয়ং ঈশ্বর উপর থেকে নেমে এলেও পারবে না। আমার গোবিন্দা (Govinda) শুধুই আমার, অন্য কারো নয়। যতক্ষণ না আমরা এই বিষয়ে মুখ খুলছি দয়া করে এইসব বিষয়ে কিছু বলবেন না।
–
–
–
–
–