আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh Vandana)। অন্যান্য বছরের মত এবারেও মেতে উঠেছে বাণিজ্যনগরী। সকাল থেকে বলিউড সেলেব্রিটিদের বাড়িতে পুজোর তোড়জোড় চলছে। কিন্তু একটু ব্যতিক্রম অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) বাড়ি। গত বছরেও নিজের হাতে গণেশ মূর্তি নিয়ে আনতে দেখা গেছে ‘বাজিগর’ গার্লকে। তবে এবার আর তা হচ্ছে না। এই বছর পুজো বন্ধ শিল্পা-রাজের বাড়িতে! হঠাৎ কী হল? পর্নকাণ্ডের জের না অন্য কিছু?
গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব
শিল্পা এই নিয়ে তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে এই বছর তাঁর বাড়িতে গণেশ পুজো হচ্ছে না। কারণ তাঁদের এক আত্মীয়ের মৃত্যু হয়েছে। ১৩ দিনের নিয়ম পালন করার রীতি রয়েছে তাঁদের। এদিকে তাঁদের অশৌচের মধ্যেই পড়েছে গণেশ পুজো। তাই এই বছর শিল্পা, তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) আর পরিবারের অন্যান্য সদস্যরা গণেশ পুজো করতে পারছেন না। প্রত্যেক বছরই শিল্পা ও রাজের বাড়িতে জাঁকজমকের সঙ্গে গণেশ পুজো হয়ে থাকে। প্রচুর অতিথি সমাগমও। বিসর্জনের সময় ভক্তকুল উদগ্রীব থাকে শিল্পার নাচ দেখার জন্য। তবে গণপতি আরাধনা না হলেও নবরাত্রি (Navratri) পালন করবেন সেলিব্রেটি দম্পতি এমনটাই জানা গিয়েছে।
–
–
–
–
–
–
–
–