Saturday, November 15, 2025

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

Date:

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই সূত্রে দেখেছেন অনেক প্রধানমন্ত্রীকে। এক সঙ্গে কাজের অভিজ্ঞতাও রয়েছে। সেই সব প্রধানমন্ত্রীদের (Prime Minister) নিয়ে বই লিখছেন মমতা। প্রকাশ পাবে এই বইমেলায়।

রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বভার সঙ্গে দলের গুরুদায়িত্ব। তবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় পেলেই বই লেখা, গান রচনা সবই করেন নেত্রী। মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে শুধু বিরোধীদের কড়া আক্রমণই করলেন না একইসঙ্গে জানালেন, আগামী বইমেলায় নতুন বই (Book) প্রকাশ পাচ্ছে মমতার। দেশের প্রধানমন্ত্রীদের (Prime Minister) নিয়ে বই লিখছেন দিদি। মেয়ো রোডে টিএমসিপির(TMCP) প্রতিষ্ঠা দিবসে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব, কে কেমন ছিলেন। বইমেলায় বেরবে।”

২০১১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার আগে দীর্ঘসময় দিল্লির সংসদীয় রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন। ১৯৮৪ সালে লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্রে হেভিওয়েট সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে উত্থান হয় মমতার। এরপর একাধিকবার কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। ফলে একাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন তাঁদের সামনে থেকে দেখেছেন। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এসেছিলেন মমতার কালীঘাটের বাড়িতে। নিজের সেইসব অভিজ্ঞতার কথাই এবার দুই মলাটে লিপিবদ্ধ করবেন। মমতা জানিয়েছেন, ”আমি আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। কখনও রেলমন্ত্রী, কখনও কয়লা, কখনও নারী ও শিশুকল্যাণ মন্ত্রক সামলেছি। অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব। কে কেমন ছিলেন। যাকে যেমন দেখেছি, তা নিয়ে লিখব। সব তো লেখা যাবে না। বইমেলায় বেরবে বইটা।”

এর আগে মা, কথাঞ্জলি, মানবিক, জীবন সংগ্রাম, একান্তে, পরিবর্তন, শিশু সাথী সহ একাধিক বই লিখেছেন। নতুন বছরের শুরুতেই আসছে তাঁর আরও একটি নতুন বই। রাজ্য়ের প্রশাসনিক প্রধান হওয়ার পাশাপাশি গান লেখা, বই লেখা থেকে ছবি আঁকা সবটাই করতে ভালবাসেন মুখ্যমন্ত্রী। ছোটদের জন্য কবিতা লেখা থেকে শুরু করে বড়দের গল্প, সব লিখেছেন তিনি। প্রতিবছর বইমেলায় তাঁর লেখা বই বিক্রি হয় হু-হু করে।

Related articles

এসআইআর আতঙ্ক: ফর্ম ফিলাপের আতঙ্কে ব্রেন স্ট্রোক আক্রান্ত প্রৌঢ়

এসআইআর আরও এক কতটা জটিল একজন সাধারণ গ্রামের মানুষের কাছে তার আরও এক প্রমাণ মিলল। কখনও নামের বানান,...

নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

মঞ্চে নিভেছে আলো, শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার...

বেতন কমিয়ে পুরানো দলে ফিরলেন জাদেজা, দলবদল সঞ্জুর

  ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই আইপিএলের(IPL) দলবদল নিয়ে চর্চা তুঙ্গে। শনিবার ছিল আইপিএল রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ...

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম...
Exit mobile version