Friday, November 7, 2025

‘বিজেপির কোনও মুখ নেই, তৃণমূলের মুখ নিয়ে চালাচ্ছে’, কটাক্ষ জ্যোতিপ্রিয়র

Date:

বিজেপির(BJP) কোনও মুখ নেই। তৃণমূলের(TMC) মুখ নিয়েই ওই দলটা চলছে। রবিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় সাংবাদিক বৈঠকে একথা বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyatipriyo Mallick)। এদিন তিনি বলেন, বিজেপিতে একটাই মুখ আছে। সেটা গালাগাল করার মুখ। বাকি যে মুখগুলো সব তৃণমূল থেকে নেওয়া। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব মুখই তৃণমূল থেকে নেওয়া।

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP Nadda) বর্ধমানের কর্মসূচিকে কটাক্ষ করেছেন জ্যোতিপ্রিয়। কৃষকের বাড়ি থেকে একমুঠো চাল নেওয়াকে দিল্লির আন্দোলনরত কৃষকদের দেখানোর জন্য বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সম্পর্কে এদিন তিনি বলেন, ‘সৌমিত্র সিপিএম, কংগ্রেস, তৃণমূল ও বিজেপি–চারটি দলই করেছেন। আর কোনও দলই বাকি নেই। আমাকে হারাতে রাজ্যের নয়, বিজেপি দিল্লির নেতাদের নিয়ে আসুক। আমাকে হারাতে পারবে না।’

আরও পড়ুন:বিরল দৃশ্যের সাক্ষী পর্যটকরা, ৩ টি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল সুন্দরবনে

শুধু জ্যোতিপ্রিয় নন এদিন এক সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে কড়া ভাষায় তোপ দেগেছেন তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, ‘রাজ্যে বিজেপি তিনভাগে ভাগ হয়েছে অদি বিজেপি, নব্য বিজেপি ও পর্যটক বিজেপি। পর্যটক বিজেপির মাঝে মাঝে এখানে এসে এসে ঘুরে যাচ্ছেন। জাত তুলে ধর্ম তুলে কারো বাড়িতে খাওয়া নিয়ে ব্যাপক প্রচার করছেন। প্রকারান্তরে এটা সেই মানুষকে অপমান করা হচ্ছে যার বাড়িতে উনি খাচ্ছেন। নাম না করে বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য সর্বশেষ্ঠ মিথ্যাবাদী বলে তোপ দেগেছেন কাকলি। অতীতে অমিত মালব্যের করা একাধিক ফেক নিউজ তুলে ধরে তার মিথ্যাচারের প্রমাণ দিতে ছাড়েননি কাকলি ঘোষ দস্তিদার।

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version