Friday, December 19, 2025

‘বিজেপির কোনও মুখ নেই, তৃণমূলের মুখ নিয়ে চালাচ্ছে’, কটাক্ষ জ্যোতিপ্রিয়র

Date:

Share post:

বিজেপির(BJP) কোনও মুখ নেই। তৃণমূলের(TMC) মুখ নিয়েই ওই দলটা চলছে। রবিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় সাংবাদিক বৈঠকে একথা বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyatipriyo Mallick)। এদিন তিনি বলেন, বিজেপিতে একটাই মুখ আছে। সেটা গালাগাল করার মুখ। বাকি যে মুখগুলো সব তৃণমূল থেকে নেওয়া। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব মুখই তৃণমূল থেকে নেওয়া।

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP Nadda) বর্ধমানের কর্মসূচিকে কটাক্ষ করেছেন জ্যোতিপ্রিয়। কৃষকের বাড়ি থেকে একমুঠো চাল নেওয়াকে দিল্লির আন্দোলনরত কৃষকদের দেখানোর জন্য বলে তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সম্পর্কে এদিন তিনি বলেন, ‘সৌমিত্র সিপিএম, কংগ্রেস, তৃণমূল ও বিজেপি–চারটি দলই করেছেন। আর কোনও দলই বাকি নেই। আমাকে হারাতে রাজ্যের নয়, বিজেপি দিল্লির নেতাদের নিয়ে আসুক। আমাকে হারাতে পারবে না।’

আরও পড়ুন:বিরল দৃশ্যের সাক্ষী পর্যটকরা, ৩ টি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল সুন্দরবনে

শুধু জ্যোতিপ্রিয় নন এদিন এক সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে কড়া ভাষায় তোপ দেগেছেন তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, ‘রাজ্যে বিজেপি তিনভাগে ভাগ হয়েছে অদি বিজেপি, নব্য বিজেপি ও পর্যটক বিজেপি। পর্যটক বিজেপির মাঝে মাঝে এখানে এসে এসে ঘুরে যাচ্ছেন। জাত তুলে ধর্ম তুলে কারো বাড়িতে খাওয়া নিয়ে ব্যাপক প্রচার করছেন। প্রকারান্তরে এটা সেই মানুষকে অপমান করা হচ্ছে যার বাড়িতে উনি খাচ্ছেন। নাম না করে বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য সর্বশেষ্ঠ মিথ্যাবাদী বলে তোপ দেগেছেন কাকলি। অতীতে অমিত মালব্যের করা একাধিক ফেক নিউজ তুলে ধরে তার মিথ্যাচারের প্রমাণ দিতে ছাড়েননি কাকলি ঘোষ দস্তিদার।

Advt

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...