Wednesday, November 12, 2025

#ব্ল্যাকআউট পাকিস্তান, বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে রইল গোটা দেশ

Date:

বিদ্যুৎ বিভ্রাট পাকিস্তানে (Pakistan)। শনিবার স্থানীয় সময় রাত ১১.৪৫ হঠাৎই বিদ্যুৎ বিপর্যয় ঘটে সে দেশে। ব্ল্যাকআউট হয় করাচি, লাহৌর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজফ্ফরগড়, নারোয়াল, ভাক্কার, কবিরওয়ালা, খানেওয়ালা, ভাওয়ালপুর এবং সুক্কুর-সহ দেশের ১১৪টি শহর।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ব্ল্যাকআউট হয়ে যায় পাকিস্তান-অধিকৃত কাশ্মীরও। ব্যাহত হয় মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। বিদ্যুৎ বিভ্রাটের জেরে করাচিতে জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবা চূড়ান্ত বিপর্যস্ত হয়।

ব্ল্যাকআউট হওয়ার পরই টুইট করেন ইমরান খানের দেশের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুব খান (Omar Ayub Khan)। লিখেছেন, “বিদ্যুৎ বন্টন ব্যবস্থায় সমস্যার কারণেই দেশ জুড়ে ব্ল্যাকআউটের পরিস্থিতি তৈরি হয়েছে। কী কারণে এমন পরিস্থিতি তা খতিয়ে দেখা হচ্ছে। ভারপ্রাপ্তকর্মীরা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বিদ্যুৎমন্ত্রী হিসেবে আমি গোটা বিষয়ের উপর নজর রাখছি।” প্রাথমিক অনুমান পাওয়ার গ্রিড ব্রেকডাউনের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের একাংশ। গতকাল সারা রাত ধরে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। ব্ল্যাকআউটের খবর ছড়িয়ে পড়তে স্বভাবতই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। সে দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে রাতেই #ব্ল্যাকআউট ট্রেন্ডিং হয়।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত টুইটারে জানান, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে পাকিস্তানজুড়ে অন্ধকার নেমে এসেছে। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগবে।’

২০১৫ সালেও ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল পাকিস্তান। রাজধানী ইসলামাবাদ-সহ দেশের ৮০ শতাংশ অঞ্চল অন্ধকারে ডুবে গিয়েছিল। ন্যাশনাল গ্রিড বসে যাওয়ার কারণে সেই ভয়ানক বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল গোটা পাকিস্তানকে।

আরও পড়ুন-ভারতে ঢুকে পড়া জওয়ানকে দ্রুত ফেরাতে তৎপরতা শুরু চিনের

Related articles

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের...
Exit mobile version