Wednesday, November 12, 2025

বার্ড ফ্লু’র হানা ৯ রাজ্যে, মানবদেহে সংক্রমণের আশঙ্কায় সতর্কবাতা কেন্দ্রের

Date:

করোনাভাইরাসের পর সম্ভবত নতুন বিপদের মেঘ জমছে দেশের মাথায়৷

রবিবার ছিলো ৭ রাজ্যে, সোমবার হলো ৯ রাজ্য ৷ কেন্দ্রীয় সরকার ২৪ ঘন্টা আগে জানিয়েছিল দেশের ৭ রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু( BIRD FLU)। আর সোমবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। কেন্দ্রের তথ্য বলছে, ইতিমধ্যেই বার্ড ফ্লু’র কোপে পড়েছে দিল্লি, মুম্বই, হিমালয় প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্য প্রদেশ, গুজরাত, উত্তরপ্রদেশ, কেরল।
শুধু হরিয়ানাতেই এ পর্যন্ত ৪ লক্ষ পাখির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওই রাজ্যের সরকার।

এদিকে, বিপদ এবং শঙ্কা শতগুণ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রের এক বার্তায়৷ বার্ড ফ্লু ভাইরাস মানবদেহে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। পশুপালন দফতরকে ইতিমধ্যে সমন জারি করেছে কৃষি সংক্রান্ত সংসদের স্ট্যান্ডিং কমিটি।

◾কেরল, রাজস্থান, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাত, উত্তরপ্রদেশে এই রোগ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কেরল সরকার আলাদা গাইডলাইনও জারি করেছে।

◾বিশেষজ্ঞরা বলছেন, অ্যাভিয়ান ফ্লু বা বার্ড ফ্লু হয় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে। সাধারণত পাখিদের শরীরেই এই ভাইরাস সংক্রমিত হয়।

◾হিমাচল প্রদেশে ভাইরাসের H5N1 স্ট্রেনের জন্যই এই ইনফ্লুয়েঞ্জা হয়েছে বলে জানা গিয়েছে।

◾H5N8 এর সংক্রমণ ছড়িয়ে পড়েছে কেরল, মধ্য প্রদেশ, রাজস্থানে।

◾H7N1, H8N1-এর জেরেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা আছে।

◾এই ভাইরাস পাখিদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়াতে পারে।

◾পোল্ট্রি পাখিদের মধ্যে ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার ধারণ করে।

◾বিশেষজ্ঞদের মতে, কিছু বিশেষ ক্ষেত্রে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়াতে পারে।

◾H5N1 স্ট্রেন বহু আগে পাখি থেকে মানবদেহে ছড়িয়ে পড়েছিল।

◾১৯৯৬-৯৭ সালে হংকং এবং চিনে পাখি থেকে মানবদেহে ভাইরাস ছড়িয়ে পড়ে। মৃত্যুহারও ছিল অনেক বেশি। প্রতি ১৮ জনে মৃত্যু হয় ৬ জনের।

◾বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO জানিয়েছে, মানুষের বার্ড ফ্লু হওয়ার ঘটনা খুবই কম। কিন্তু সংক্রমণ হলে মৃত্যুহার ৬০ শতাংশ।

◾তবে একটি মানবদেহ থেকে অন্য মানবদেহে ছড়িয়ে পড়ার ঘটনা নেই বললেই চলে।

◾একমাত্র H5N1 স্ট্রেনই মানবদেহে সংক্রমিত হতে পারে।

◾বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৩ সালে ১৭ দেশে ৮৬২ জনের শরীরে ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটে। মৃত্যু হয় ৪৫৫ জনের।

◾গত বছর চিনে শেষ মানবদেহে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ে। তিন বছরের এক শিশুর শরীরে এই ভাইরাস পাওয়া যায়।

◾রাজস্থানের সিরোহি এবং সুরাট জেলায় কাক এবং বন্য পাখিদের মধ্যে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা দেখা দিয়েছে।

◾৮৬ কাকের মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশের কাঙরায়। নাহান, বিলাসপুর, মান্দিতে বহু পাখির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- মণীষীরা কারও একার সম্পত্তি নন: বিজেপির নাম না করে কটাক্ষ মমতার

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version