Saturday, August 23, 2025

করোনার ধাক্কায় বেহাল অর্থনীতির মন্দা কাটিয়ে রোজগার বাড়াতে আসরে নেমেছিল রাজ্য । দিশি-বিলিতি মদের মূল্যনীতিতে আমূল বদল এনেছিল আবগারি দফতর। অর্থ দফতরের খবর, মূল্যনীতি বদলের ফলে গত বছরের তুলনায় গত দু’মাসে অতিরিক্ত ৪০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। বৃদ্ধির হার ২৪%। ।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, কম অ্যালকোহলযুক্ত পানীয়ের দাম কমিয়ে দেওয়াই ছিল সরকারের মূল উদ্দেশ্য। যাতে ওই পানীয়ের প্রতি আকর্ষণ বাড়ে। তাই বিয়ার, ওয়াইনের দাম কমানো হয়েছে। দ্বিতীয়ত, স্কচের মতো উচ্চ মানের দামি মদের দামও কমিয়ে দিয়েছে সরকার। যাতে সর্বোচ্চ গুণমানের বিলিতি মদের বিক্রি বাড়ে। সরকার পদ্ধতি বদলে উৎপাদকদের কাছে ‘এক্স-ডিস্টিলারি প্রাইস’ বা ইডিপি ঘোষণা করতে বলে। তার উপরে কর বসিয়ে আবগারি দফতর মদের বাজারদর ঠিক করেছে। তাতেই রাজস্ব সংগ্রহ ব্যাপক হারে বাড়তে শুরু করেছে বলে জানাচ্ছে নবান্ন।

আবগারি দফতরের হিসেব, ২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বরে ১৮৪০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। ২০২০-র নভেম্বর-ডিসেম্বরে ২২৭৯ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় ৪৩৯ কোটি টাকা বা ২৪% বেশি। গত বছর এই সময়ে বিয়ার বিক্রি হয়েছিল ৭৮.২৮ কোটি টাকার। এ বার তা বেড়ে হয়েছে ১৫০.৯২ কোটি। বৃদ্ধি ৯৩%।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version