করোনা বিধি মেনেই শিলিগুড়িতে বিশ্ববাংলা শিল্প হাটে মেলা

এই করোনা মহামারির মধ্যেও বিধি মেনে গত ৭ জানুয়ারি (January) থেকে এ বছরও শিলিগুড়ির মেডিক্যালের কাওয়াখালিতে শুরু হয়েছে হস্তশিল্প মেলা প্রদর্শনী (Handicraft Exhibition)। মেলায় সংক্রমণ এড়াতে মুখে মাস্ক (Mask) পরা, মেলায় ঢোকার মুখে স্যানিটাইজ (Sanitizer) করা, থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছে।

মেলায় রয়েছে কলকাতা, দক্ষিণ দিনাজপুর প্রভৃতি বিভিন্ন জায়গার থেকে আসা শিল্পীদের হাতে তৈরি করা সমস্ত জিনিস।

আরও পড়ুন:ঐতিহাসিক পদক্ষেপ, বিপর্যয় সামলাতে দেশ পেল প্রথম মহিলা NDRF টিম

একদিকে যেমন রয়েছে হাতে তৈরি বিভিন্ন রকম বস্ত্রশিল্পের সমাহার। তেমনিই অন্যদিকে রয়েছে শিল্পীদের হাতে তৈরি গয়না ও ঘর সাজানোর টুকিটাকি। এ ছাড়াও রয়েছে ভিন্ন ধরনের সুস্বাদু খাবার।

Advt

Previous articleভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে শোয়েব মালিকের গাড়ি
Next articleহৃতিক-দীপিকা প্রথমবার একসঙ্গে সেলুলয়েডের পর্দায়