Thursday, January 29, 2026

সিডনিতে ঋষভের গড়া ভিতে অশ্বিনকে নিয়ে লড়ে ম্যাচ বাঁচালেন হনুমা

Date:

Share post:

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম দিনে, ‘দেওয়াল’ হয়ে উঠলেন হনুমা। প্রায় চার ঘন্টা ক্রিজে থেকে ১৬১ বল খেলে ২৩ রান করেন। ধৈর্যের পরীক্ষায় তাঁর এই লড়াইয়ে ভর করে, অজিদের বিরুদ্ধে পঞ্চম দিনে ম্যাচ ড্র করল ভারত।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৮ রানে অল-আউট হয়। ভারত প্রথম ইনিংস শেষ করে ২৪৪ রানে। ৯৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০৭ রান। ভারত পঞ্চম দিনের খেলা শেষ করে ৫ উইকেটে ৩৩৪ রান তুলে। ম্যাচ ড্র হয়েছে ।

পঞ্চম দিন চা পান বিরতি যাওয়ার আগে পন্থ-পূজারা সাজঘরে ফিরে গেলে ৫ উইকেটের পুঁজি নিয়ে ভারতের লড়াই কঠিন হয়।হ্যামস্ট্রিংয়ের চোটে পরেন হনুমা। রবীন্দ্র জাদেজার আঙুল ভাঙায় তাঁকে ব্যাট করতে পাঠানোও কঠিন ছিল। সেখান থেকেই অশ্বিনকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন বিহারী।

ষষ্ঠ উইকেটে দুজনে ২৫৯ বল খেলে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। অবিভক্ত এই পার্টনারশিপে ভর করেই দিনের শেষে সিডনি টেস্ট ড্র করল ভারত। ফলে তিন ম্যাচ শেষে সিরিজের ফল ১-১। এদিন ১১৮ বল খেলে ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ঋষভ পন্থ ৯৭ রান হাঁকিয়ে এই ড্রয়ের ভিত তৈরি করে দেন।
পঞ্চম দিন ৯৮/২ এর পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৪/৫ রান তুলে সিডনিতে ম্যাচ ড্র করল ভারত। হনুমা বিহারী ১৬১ বল খেলে ২৩ ও অশ্বিন ১২৮ বল খেলে ৩৯ রানে অপরাজিত থেকে ম্যাচ ড্র করে মাঠ ছাড়েন।

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...