Thursday, August 21, 2025

শোভন-বৈশাখীর মিছিলকে নাকি গুরুত্ব দিচ্ছে না খোদ বিজেপি নেতারা?

Date:

এক সোমবার থেকে আরেক সোমবার (Monday)। ফের শহরের বুকে বিজেপির (BJP) মিছিল। ফের শিরোনামে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chattopadhyay)-বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi bandyopadhyay)। গত সপ্তাহের অস্বস্তির ছবি কী এ সপ্তাহে কাটবে? গত সপ্তাহে একাধিক “বাহানা” দিয়ে দায়িত্ব নিয়ে বিজেপিকে ডুবিয়ে ছিলেন শোভন-বৈশাখী, এবার ছবিটা বদলাবে। এবার গেরুয়া শিবিরে সুখী পরিবারের বার্তা দিতে মরিয়া “বিশেষ বন্ধু-বান্ধবী”!

অবশেষে মান-অভিমানের পালা শেষ করে আজ বিকেলে বিজেপির মিছিলে যোগ দিতে চলেছেন শোভন-বৈশাখী। আজ দক্ষিণ কলকাতা (Kolkata) সাংগঠনিক জেলার উদ্যোগে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মিছিল। গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে।

যদিও রাজ্য বিজেপির একটা বড় অংশ শোভন-বৈশাখী নামাঙ্কিত এই মিছিলকে গুরুত্ব দিচ্ছেন না বলে খবর। কারণ, এই জুটি গত দেড়বছর ধরে মুখ পুড়িয়েছে বিজেপির। তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন উঠেছে। তা সত্বেও এই জুটিকে গেরুয়া শিবির না পারছে গিলতে, না পারছে উগড়াতে। তাই রাজ্য নেতৃত্বের এক বড় অংশ শোভন-বৈশাখীর কর্মসূচিকে পাত্তাই দিচ্ছে না।

সাধারণত দেখা যায়, কোনও রাজনৈতিক দলের একদিনে একটি মাত্র বড় কর্মসূচি থাকে। কিন্তু আজ শহরের বুকে একাধিক বড় কর্মসূচি রেখেছে বিজেপি। দিলীপ ঘোষ, মুকুল রায়, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলরা পরপর সাংবাদিক বৈঠক করেছেন। এছাড়াও শোভন-বৈশাখীর মিছিলে রাজ্যস্তরের কোনও বড় নেতা যোগ দিচ্ছেন না বলেই জানা গিয়েছে। অথচ, ভোটের আগে শোভনও কলকাতার পর্যবেক্ষক করেছে বিজেপি। আর তাঁর সহকারী করা হয়েছে বৈশাখীকে।

সব মিলিয়ে শোভন-বৈশাখীর এদিনের মিছিলকে সেভাবে ধর্তব্যের মধ্যে ফেলছেন না রাজ্যের নেতারা। পাচ্ছে আবার মুখ পোড়ে!

আরও পড়ুন-‘সব সুদে-আসলে ফেরত দেবো’, নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল শেষে হুঙ্কার শুভেন্দুর

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version