Friday, August 22, 2025

স্বামীর পদবি হক আর স্ত্রী বিশ্বাস।  শুধুমাত্র এই কারণে তৌসিফ হক ও জয়ন্তী বিশ্বাসকে হোটেলে ঘর ভাড়া দেওয়া হল না। অভিযোগ, জয়ন্তীদেবী অসুস্থ এই ঘটনা জানা সত্ত্বেও হুগলির ওই হোটেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।  নিন্দনীয় এই ঘটনাটি তৌসিফ হক নিজেই ফেসবুকে লিখে পোস্ট করেছেন। বিচার চেয়েছেন। আর এই ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে প্রবল তোলপাড় শুরু হয়েছে।

কী ঘটেছিল? তৌসিফের পোস্ট অনুযায়ী, এক দাদার আমন্ত্রণে সস্ত্রীক হুগলিতে (Hooghly) পিকনিক করতে এসেছিলেন তিনি। আচমকা তাঁর স্ত্রী জয়ন্তী অসুস্থ হয়ে পড়েন। সেই কারণে স্ত্রীকে নিয়ে হুগলির চুঁচুড়ার গোবিন্দনগরে সুলেখা লজে যান তৌসিফ। অভিযোগ, বিয়ের সার্টিফিকেট দেখিয়ে ওই দম্পতি ঘরভাড়া চাইলে দিতে অস্বীকার করে লজ কর্তৃপক্ষ। তাঁদের বিয়ের সার্টিফিকেট বৈধ নয় বলেই দাবি করেন তাঁরা। এই নিয়ে কথাকাটি হয়। পরবর্তীতে বাধ্য হয়ে অন্য চুঁচুড়ার অন্য হোটেলে যান ওই দম্পতি। জানা গিয়েছে, কিছুক্ষণ পর জয়ন্তীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রাতেই তাঁরা ফিরে যান বর্ধমানে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেই লজ কর্তৃপক্ষকে তুলোধনা করেন নেটিজেনরা। এবিষয়ে সুলেখা লজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে অভিযোগ অস্বীকার করেন তাঁরা। তাঁদের অভিযোগ, ওই যুগল বিয়ের কোনও নথি দেখাতে রাজি হননি। সেই কারণেই ঘর দিতে অস্বীকার করা হয়। তৌসিফ একজন শিল্পী। বইয়ের প্রচ্ছদ করেন তিনি। নিজগুনে কারণে সোশ্যাল মিডিয়াতেও বেশ পরিচিত তিনি। জয়ন্তীর সঙ্গে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হয়েছে তাঁর।

আরও পড়ুন –‘বন্ধু চিনতে ভুল করেছি’, হতাশ নীতীশের গলায় বিষাদের সুর

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version