- আগে শুধু ভোট রাজনীতি হত
- এখন নদিয়া জুড়ে উন্নয়নের ছোঁয়া
- মতুয়াদের বলছি আপনারা সবাই নাগরিক
- মতুয়া নমশূদ্রদের জন্য বোর্ড গড়ে দিয়েছি
- তৃণমূলে থাকলে কালো,, আর বিজেপিতে গেলে সব ভালো
- বিজেপি যেন সানলাইট, ওয়াশিং মেশিন
- মিথ্যে বলা হয় বিজেপির কোনো জুড়ি নেই
- ভোট এলেই চাকরির কথা বলে
- ১২ লক্ষ ট্যাব দেওয়ার কথা বলেছিলাম
- ট্যাব কিনতে পড়ুয়াদের একাউন্টে টাকা দেওয়া হয়েছে
- ৫০-৬০ বছর ধরে থাকলে এমনিই নাগরিক
- পৃথিবীতে একটা রাজ্য দেখান যেখানে বিনা পয়সায় এত সুবিধা দেয় সরকার
- দেখাতে পারলে নাকখৎ দিয়ে বেরিয়ে যাব
- বলছে সার্টিফিকেট না থাকলে গলাধাক্কা দিয়ে বের করে দেব
- ভোটের মাধ্যমে এদের গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে
- অসমে ১৯ লক্ষ লোকের নাম বাদ গিয়েছে
- উদ্বাস্তুদের নিঃস্বার্থে জমির পাট্টা দেওয়া হয়েছে
- সেজেগুজে হোটেলের খাবার খাচ্ছে, দামি জল পান করছে
- আমি ৬ টাকা দামের পানীয় জল খাই
- আমরা রাজ্যে এনআরসি এনপিআর করতে দেব না
- স্বাস্থ্যসাথীতে হেনস্থা হলে থানায় যান
- রাজ্যে এই এমএসএমই-তে অত্যন্ত ভাল কাজ হচ্ছে
- পরিযায়ী শ্রমিকদের আনার জন্য টাকা দেয়নি কেন্দ্র
- মানুষের জন্য কাজ করতে গেলেই রাস্তায় নেমে গায়ে ধুলো মাখতে হয়
- প্রাইভেট প্লেন ভাড়া করে রাজ্যে এসে কৃষক পরিবারে ফাইভ স্টারের খাবার খাচ্ছে
- অথচ হরিয়ানায় দিনের পর দিন কৃষকরা আন্দোলন করছে তাদের ওপর প্রশাসন অত্যাচার চালাচ্ছে
- কয়েকটা ছাড়া প্রত্যেকটা মিডিয়া বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে
- ভয় দেখিয়ে বিজেপি নিজেদের দলে লোক টানছে
- বিজেপি করলে সাত খুন মাপ, অন্যরা করলে বন্ধ ঝাঁপ
- আগে দিল্লি সামলা, তারপরে বলিস বাংলা
- বিনা পয়সায় খাদ্য চান, স্বাস্থ্য চান, মেয়ের বিয়ে দিতে চান, সবুজসাথী চান, কৃষকরা সাহায্য চান, শ্রমিকরা ভালো থাকতে চান
তৃণমূলকে ভোট দিন - করোনা সংক্রমণ অনেক কমে গেছে, ৩০০০- ৪০০০-এর জায়গায় ৮০০ টা হচ্ছে
- সব ধর্মীয় স্থানগুলো সুন্দর করে দিয়েছে রাজ্য সরকার
- বিজেপি যদি রাজ্যে তান্ডব করে মা-বোনেরা জবাব দেবেন, হাতা খুন্তি তৈরি রাখবেন
আরও পড়ুন-দার্জিলিঙে বিশ্ব রেকর্ড! ৭৫ ঘণ্টা ধরে কী করলেন ৩০০ জন
