বিনিয়োগকারীদের খুশি করে ফের ঊর্ধ্বমুখী সেনসেক্সের সূচক

🔹সেনসেক্স ৪৯,৫১৭.১১ (⬆️ ০.৫০%)

🔹নিফটি ১৪,৫৬৩.৪৫ (⬆️ ০.৫৪%)

৪৯০০০ এর গণ্ডি পার করে ফের একবার শিখর ছিল দেশের শেয়ারবাজার। মঙ্গলবারের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ২৪৭.৭৮ পয়েন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৫১৭.১১। এনএসই নিফটি (NSE Nifty) ৭৮.৭০ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ বেড়ে হয়েছে ১৪,৫৬৩.৪৫।

আরও পড়ুন:পদ রাখতে দিলীপ-তোষণ, দলে কোণঠাসা সৌমিত্র

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।