Wednesday, August 27, 2025

নারকেল ফাটিয়ে পুজো দিয়ে রওনা হল ৩ ট্রাক ভর্তি করোনা টিকা

Date:

ঘোষণা করে দিয়েছেন ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে করোনা(Corona) টিকাকরণ। ফলস্বরূপ হিসেব কষলে হাতে বাকি আর মাত্র ৩ দিন। ‌ মঙ্গলবার ভোর ৫ টায় পুজো দিয়ে নারকেল ফাটিয়ে সিরাম ইনস্টিটিউট(seram institute) থেকে রওনা হল তিন ট্রাক টিকা। কড়া নিরাপত্তার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বে টিকাগুলি।

জানা গিয়েছে, শীততাপ নিয়ন্ত্রিত মালগাড়িতে গুলিকে প্রথমে নিয়ে যাওয়া হবে পুনের বিমানবন্দরে সেখান থেকে কার্গো বিমানে যথাস্থানে পৌঁছে দেওয়ার পর বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে বিমানে তুলে দেওয়া হয় টিকা গুলিকে। তথ্য অনুযায়ী দেশের ১৩ টি কেন্দ্রে পৌঁছে যাবে সিরামের কোভিশিল্ড। চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, লখনউ-এর পাশাপাশি তালিকায় রয়েছে কলকাতাও।

উল্লেখ্য, সিরাম সূত্রে আগেই জানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি টিকার দাম হবে ২০০ টাকা। বিশেষ বিমানে আজ কলকাতায় আসছে ৭ লক্ষ ভ্যাকসিন। প্রথমে কলকাতা বিমানবন্দর থেকে বাগবাজারে কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে। সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় তা সংরক্ষণ করা হবে। তারপর রাজ্যের হাসপাতালগুলিতে পৌঁছবে টিকা। ইতিমধ্যেই সব জেলায় তিনটি করে হাসপাতালে টিকাকরণের মহড়া হয়েছে।

আরও পড়ুন:বার্ড ফ্লুর জেরে সর্তকতা জারি হয়েছে আলিপুর চিড়িয়াখানাতেও

প্রসঙ্গত, টিকার দাম ২০০ টাকা। প্রথম ধাপে ভারতে মোট ৩০ কোটি মানুষের শরীরে এই টিকা প্রয়োগ করা হবে। পুণের সেরাম ইন্সটিটিউট থেকে বিশেষ বিমানে কলকাতায় আসছে প্রায় সাত লক্ষ ভ্যাকসিন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিডিও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version