Tuesday, May 6, 2025

ভোটের আগে রাজ্যকে ১০০ শতাংশ হিংসামুক্ত করার নির্দেশ নির্বাচন কমিশনের

Date:

বিধানসভা ভোটের ( assembly election 2021) আগে গোটা রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে হবে৷ যে যে সব এলাকায় এখনও অশান্তি রয়েছে সেই এলাকাগুলি শান্ত করতে হবে। বাংলাকে ১০০% শান্তিপূর্ণ করতে হবে ভোটের আগেই।

জেলাশাসক এবং পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে বৈঠকে বুধবার স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছেন দেশের সহকারি নির্বাচন কমিশনার সুদীপ জৈন (sudip jain)৷ সূত্রের খবর, জেলাশাসক ও পুলিশ সুপারদের এমন নির্দেশই দিয়েছেন সুদীপ জৈন৷ বৈঠকে দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসক ও পুলিশ সুপার ও কমিশনাররা সশরীরে উপস্থিত ছিলেন।উত্তরবঙ্গের জেলাগুলির জেলাশাসক,পুলিশ সুপাররা ভার্চুয়ালি ছিলেন বৈঠকে।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে রাজ্যে এসে ডেপুটি ইলেকশন কমিশনার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কোন কোন এলাকায় অশান্তি হচ্ছে, রাজনৈতিক খুন হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে প্রত্যেক সপ্তাহে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানোর কথাও বলে গিয়েছিলেন সহকারি ইলেকশন কমিশনার।এদিনের বৈঠকে অশান্ত এলাকায় শান্তি ফিরেছে নাকি তা নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে জানতে চান সুদীপ জৈন। হাজির থাকা সংখ্যাগরিষ্ঠ পুলিশ সুপারই জানান এলাকায় শান্তি ফিরেছে৷ পাশাপাশি একাধিক এসপি জানিয়েছেন, তাদের এলাকায় এখনও বিক্ষিপ্তভাবে অশান্তি রয়েছে৷ জৈন স্পষ্টভাবে জানিয়ে দেন, অশান্ত এলাকায় এখনই শান্তি ফেরাতে হবে। সেই দায়িত্ব এসপিদেরই নিতে হবে৷

সূত্রের খবর, এই দিনের বৈঠকে বারাকপুরের কমিশনারের কাছে জৈন জানতে চান এলাকার অবস্থা এখন কেমন৷ এদিনের আলোচনায় স্পষ্ট হয়েছে, রাজ্যের কোন কোন এলাকা এখনও হিংসাপ্রবণ,
নির্বাচন কমিশন তা জানে৷

বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব , ডিজির সঙ্গে বৈঠক করার কথা ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈনের৷

আরও পড়ুন- কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বানান শুধরে দিলেন হনুমা

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version