Thursday, August 21, 2025

শনিবার থেকে পিজি এবং ন্যাশনাল মেডিক্যালে ভ্যাক্সিন দেওয়া শুরু হবে

Date:

শনিবার অর্থাৎ ১৬ তারিখ থেকে রাজ্যে ভ্যাকসিন (vaccination)অভিযান শুরু হচ্ছে এসএসকেএম ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে (sskm & national medical college)। টিকাকরণ হবে ১১ হাজার ১২০ জনের।  সবথেকে বেশি টিকাকরণ হবে কলকাতায় । ৯৩ হাজার ৫০০ জনের । এখনও পর্যন্ত ৬ লক্ষ ৪৪ হাজার ৫০০ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে সবথকে বেশি ভ্যাকসিন দেওয়া হবে কলকাতায় (Kolkata)। টিকাকরণে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। ৩ নম্বরে রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad)। রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্যকর্মীদেরও(central govt staff) টিকাকরণ হবে। সেই টিকাকরণের দায়িত্ব নেবে রাজ্য সরকার।

মঙ্গলবারই রাজ্যে এসে পৌঁছেছে প্রায় ৭ লক্ষ কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড (Covishield)। বাগবাজারের (Bagbajar)কুলার স্টোরে তা সংরক্ষিত আছে।  বুধবার সকাল থেকে মোট ৪টি ভ্যাকসিন ভ্যান রওনা হয়েছে বাগবাজারের স্টোর থেকে। চারটি ভ্যানের মধ্যে দুটি ভ্যান উত্তরবঙ্গের (Northbengal)দিকে রওনা হয়েছে। একটি ভ্যান নদিয়া-মুর্শিদাবাদ (Nadia-Murshidabad) এবং বাকি একটি ভ্যান উত্তরবঙ্গের বাকি জেলাগুলির জন্য ভ্যাকসিন নিয়ে রওনা হয়েছে। কলকাতা থেকে জেলায় পৌছনোর পর থেকেই ভ্যাকসিন বণ্টনের কাজ শুরু হয়ে যাবে।  শনিবার থেকে রাজ্যে শুরু টিকাকরণ।উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিশেষ রেফ্রিজারেটেড গাড়িতে করে পাঠানো হচ্ছে ভ্যাকসিন। এই ভ্যাকসিন কারা পাবেন, কীভাবে দেওয়া হবে ভ্যাকসিন সব নিয়ন্ত্রণ হবে কো-উইন অ্যাপের (Co win app)মাধ্যমে। স্বাস্থ্যদফতর যাদের নাম নথিভুক্ত করেছে, তাদের থেকেই গ্রহীতা বেছে নেওয়া হবে।

আরও পড়ুন-করোনা ভ্যাকসিন নিয়েও সাম্প্রদায়িক রাজনীতি! পাকিস্তানে পাঠানোর হুমকি বিজেপি নেতার

 

 

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...
Exit mobile version