সুশান্ত ঘোষের জেল জীবনের  দিনলিপি ‘কারাবাসের দিনগুলি’

কঙ্কাল কাণ্ডে তাকে যেতে হয়েছিল জেলে। পুলিশ এবং সিআইডি কোনও তথ্য প্রমাণ পেশ করতে না পারায় তিনি জেল থেকে মুক্তি পান। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশে জেলায় তার ঢোকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা সুশান্ত ঘোষের সেই কারাবাসের সময়ের দিনলিপি এ বার প্রকাশ্যে এল ছাপার অক্ষরে।
মহাবোধি সোসাইটি হলে আজ, বুধবার প্রকাশিত হল সুশান্তবাবুর ‘কারাবাসের দিনগুলি’।
ছিলেন অরুণাভ ঘোষ, মহ:সেলিম, বিকাশরঞ্জন ভট্টাচার্য, আজিজুল হক প্রমুখ । মহাবোধি সোসাইটি হলে এই বই প্রকাশ অনুষ্ঠানে ম: সেলিম বলেন, জেলেই সাহিত্যকে ভালোভাবে উপলব্ধি করা যায় । তারই নির্যাস সুশান্ত ঘোষের এই বই।
অরনাভ ঘোষ বিচারব্যবস্থার নামে প্রহসন চলে বলে মন্তব্য করেন । বইটির লেখক সুশান্ত ঘোষ বলেন, আমার জেল জীবনের অভিজ্ঞতা আমি লিখেছি। আজ যখন আমি বাইরে তখন সবার মুখোশ খুলে দেব।