Saturday, January 31, 2026

শেষ মুহূর্তে ট্রাম্পকে সরিয়ে দেওয়ার প্রস্তাব খারিজ করলেন পেন্স

Date:

Share post:

ক্যাপিটল হিলে (capitol hill) তাণ্ডবের ঘটনার পরিপ্রেক্ষিতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (donald trump) তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়ার প্রস্তাব খারিজ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স (mike pense)। ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হিংসার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হলেও বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকতে চান তিনি। এই বিষয়ে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের জন্য পেন্সকে চাপ দেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি (nancy pelosi) এক চিঠি দিয়ে ক্যাপিটল হিলে হামলার পর দায়িত্ব পালনে অযোগ্যতার অভিযোগ তুলে সংবিধানের ২৫ তম সংশোধনী অনুসারে ট্রাম্পকে পদচ্যুত করার আহ্বান জানিয়েছিলেন। সংবিধানের এই বিশেষ ধারা প্রয়োগ করার ক্ষমতা রয়েছে ভাইস প্রেসিডেন্টের। কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স (mike pense) জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে পদ থেকে সরিয়ে দিতে ২৫ তম সংশোধনী প্রয়োগ করবেন না তিনি। সংশধোনীর প্রস্তাব প্রত্যাখ্যান করে পেন্স বলেছেন, এই দাবি থেকে আমাদের সরে আসতে হবে। এই মুহূর্তে এমন আবেগ দেশকে আরও বিভাজিত করবে এবং অশান্তি বাড়বে।এই পরিপ্রেক্ষিতে রিপাবলিকান সদস্যদের বক্তব্য, সংবিধানের ২৫ তম সংশোধনীটি আনা হয়েছিল প্রেসিডেন্টের অক্ষমতা দূর করতে। কিন্তু হাউস রিপ্রেজেন্টেটিভের ডেমোক্র্যাট সদস্যরা এটাকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চাইছে। এই দাবি পূরণ করা যাবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে গত সপ্তাহেই ভয়াবহ তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। অনেকের মতে, মার্কিন গণতন্ত্রের প্রতীক হিসেবে চিহ্নিত ক্যাপিটল হিলে সশস্ত্র হামলা শুধু বেনজির তাই নয়, তা আমেরিকার গণতন্ত্রের উপর আঘাত। এই হিংসার ঘটনায় এক পুলিশ ও এক মহিলা সহ ৫ জন নিহত হন। এই হামলায় মদত দেওয়ার অভিযোগেই ট্রাম্পকে পদচ্যুত করার দাবি ওঠে। এমন পরিস্থিতিতে এবার ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের (impeachment) প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। আজ বুধবার ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বারের মত ইমপিচমেন্ট প্রস্তাবে ভোটাভুটি করাতে চায়। এই ভোটাভুটিতে প্রস্তাবটি পাশ হবে বলে আশাপ্রকাশ করেছেন স্পিকার ন্যান্সি পেলোসি। পেলোসি তাঁর চিঠিতে জানিয়েছেন, আমরা জরুরি ভিত্তিতে কাজ করব, কারণ এই প্রেসিডেন্ট গণতন্ত্রের উপর হিংসার প্রতিনিধিত্ব করছেন। তাঁর প্ররোচনাতেই গণতন্ত্রের ওপর ভয়াবহ হামলা হয়েছে। ফলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া দরকার।

 

spot_img

Related articles

নাম ভাঙিয়ে সুবিধা চাইলেই ব্যবস্থা, দায়িত্ব নিয়েই পুলিশকে কড়া বার্তা নগরপালের

শুক্রবার দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন নগরপাল সুপ্রতিম সরকার। স্পষ্ট জানিয়ে দিলেন, পুলিশ কমিশনারের...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ: মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অসাংবিধানিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...