বাগবাজার অগ্নিকাণ্ডে গৃহহীনদের পাশে কলকাতা পুরসভা

বাগবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে গৃহহীনদের পাশে এসে দাঁড়াল কলকাতা পুরসভা। পুরসভার তরফে গৃহহীনদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। আপাতত বুধবার রাত্রে এলাকার ৪ কমিউনিটি হল ও বাগবাজার মহিলা কলেজে তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদিন এলাকা পরিদর্শনে আসেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি জানান, ‘ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে কলকাতা পুরসভা। অগ্নিকাণ্ডে যাঁরা গৃহহীন হয়েছেন, রাতারাতি তাঁদের সকলের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার সম্ভব নয়। তবে আগামীকাল থেকে কাজ শুরু করে দেবে পুরসভা। যতদিন না বাড়ি তৈরি হচ্ছে, ততদিন এলাকার ৪টি কমিউনিটি হল ও বাগবাজার মহিলা কলেজে বস্তিবাসীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হবে।’

বুধবার সন্ধে বেলায় হঠাৎ করে বাগবাজার বস্তিতে আগুন (Fire)লেগে যায়। দমকলের ২৮টি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তখন বস্তিটির আর কিছুই অবশিষ্ট ছিল না। আগুনের গ্রাসে চলে যায় গোটা বস্তি। বাগবাজার বস্তিতে বিধ্বংসী আগুনের ঘটনায় রেহাই পায়নি সারদা মায়ের বাড়িটিও। বস্তিতে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর, আগুনের লেলিহান শিখা মায়ের বাড়ির অফিসে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আগুন নেভানোর জন্যে ছুটে আসে এলাকার মানুষ। ছুটে আসেন মায়ের বাড়ির মহারাজরাও। অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল শোভাবাজার ও বাগবাজার এলাকায়। অফিসটাইমে তীব্র যানজট সৃষ্টি হয় সেন্ট্রাল অ্যাভিনিউ, গিরিশচন্দ্র অ্যাভিনিউ, এমজি রোড, এমনকী বিটি রোডে।

আরও পড়ুন- সুশান্ত ঘোষের জেল জীবনের  দিনলিপি ‘কারাবাসের দিনগুলি’