Friday, December 19, 2025

রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান উদয়ন

Date:

Share post:

আর নির্বাচনে দাঁড়াতে চান না উদয়ন গুহ । যদিও দলেরই একটি অংশের মতে, উদয়ন আসলে দলের উপরে চাপ তৈরি করতে চাইছেন। যাতে তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় দল। আর একটি অংশের মতে,  উদয়ন স্পষ্ট বুঝতে পারছেন, আগামী দিনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তাঁকে।
ভোটে দাঁড়াবেন না। তাঁর জায়গায় দিনহাটার জন্য দল অন্য প্রার্থী খুঁজে নিক— স্থানীয় স্তরে দলীয় বৈঠকে এ কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।
সূত্রের খবর, সেখানেই তিনি জানিয়েছেন, দলের একাংশের লাগামছাড়া দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দিনহাটার বিধায়কের এই মন্তব্যে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার কোচবিহারে নতুন অস্বস্তিতে পড়েছে শাসকদল।
আমফান দুর্নীতি নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূলের অন্দরে। স্থানীয় স্তরে দলের একাংশের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির কথা বলেই ভোটের রাজনীতি থেকে সরে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়নবাবু।
তিনি বলেন, ‘‘আমি যা বলার দলের সভায় বলেছি। বাইরে কিছু বলার নেই।’’
ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে এসেছিলেন। এবার কি তিনি বিজেপিতে যাবেন? উদয়ন বলেন, ‘‘বিজেপিতে যাব কেন? আমি তো তৃণমূল ছাড়ার কথা বলিনি। যদি তা করি তাহলে রাজনীতি থেকেই সরে যাব।’’

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...