Monday, May 5, 2025

অভিযোগ এলেই অপসারণ, ডিএম- এসপিদের জানালো নির্বাচন কমিশন

Date:

Share post:

“আসন্ন বিধানসভা ভোটে (assembly election 2021) কোনও বেনিয়ম বা কর্তব্যে গাফিলতির অভিযোগ এলেই সরিয়ে দেওয়া হবে”৷

রাজ্যের পুলিশ- প্রশাসনকে এমনই কড়া বার্তা নির্বাচন কমিশনের (Electioncommission)৷ বুধবার রাজ্যের সব কটি জেলার জেলাশাসক ও এসপি’দের একথা জানিয়েছে ভোট- কমিশন৷ বলা হয়েছে, নির্বাচনের কাজে গাফিলতি নজরে এলেই দ্রুত অপসারণ করবে কমিশন।
অন্যদিকে আজ, বৃহস্পতিবার ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন(Sudeep Jain) রাজ্যের আসন্ন নির্বাচন নিয়ে বৈঠকে বসবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী এবং ডিজিপি বীরেন্দ্রর সঙ্গে৷

২০২১-এর এপ্রিল-মে নাগাদ রাজ্য বিধানসভার নির্বাচন হওয়ার কথা। নির্বাচনী প্রস্তুতি প্রক্রিয়ার শুরুতেই বুধবার জেলাশাসক (DM) এবং পুলিশ সুপার (SP)-দের সঙ্গে বৈঠকে বসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। কমিশন সূত্রে খবর, রাজ্যের সব জেলা শাসক ও পুলিশদের জানিয়ে দেওয়া হয় নির্বাচন প্রক্রিয়ায় কর্তব্যে গাফিলতি দেখলেই এবার অপসারণ করবে কমিশন। শোকজের উত্তরের অপেক্ষা না করেই অভিযুক্ত আধিকারিকদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে কমিশন৷ আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠ হয় তা তদারকি করতে রাজ্যে দু’দিনের সফরে এসেছেন সুদীপ জৈন। নির্বাচনের কমিশনের তরফে তিনি জানিয়েছেন, ভোটের দিন প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কোনও রকম অভিযোগ আসলে তা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে পারফরমেন্স খতিয়ে দেখে তাঁকে অপসারণ করাও হতে পারে। একুশের নির্বাচনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুদীপ জৈন এবং বাংলার সব এসপিদের জামিন- অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কঠোরভাবে কার্যকর করতে বলেছেন। কলকাতার নগরপালকে শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে বলেছেন। এছাড়াও রাজ্যে এবছর কেন্দ্রীয় বাহিনী প্রত্যাশার চেয়ে আরও বেশি থাকবে বলেই জানান হয়েছে।

spot_img

Related articles

বিজেপির হিন্দুত্বের মুখোশ খুলে গেছে : জয়প্রকাশ

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিজেপি। অহেতুক কুৎসা রটনা যেন সহজাত হয়ে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের।...

বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বলে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ডবল ইঞ্জিনের রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলির...

দেশ চালাচ্ছেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার! সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় মন দিন: মমতা

অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন- মুর্শিদাবাদ পৌঁছে নাম না করে অমিত শাহকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

পাকিস্তানকে জলবন্ধের প্রথম হুঁশিয়ারি! সাময়িক বন্ধ চেনাবের জল

সিন্ধু জলচুক্তি ভারত একপাক্ষিকভাবে বাতিল করলে জল পাবে না পাকিস্তান। পহেলগাম হামলা পরবর্তীতে সেরকমই হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রের মোদি...