Monday, November 10, 2025

ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। যার জেরে সেখানে এখনও মৃত্যু হয়েছে ৩৫ জনের। আহতের সংখ্যা কমপক্ষে ১০০ জন। শুক্রবার দেশের বিপর্যয় মোকাবিলা এজেন্সি থেকে জানানো হয়েছে, মধ্য রাতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে (Indonesia’s Sulawesi island) তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.২।

জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ম্যাজেনে শহরের উত্তরপূর্বের ৬ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ১০কিমি গভীরে ছিল কম্পনের কেন্দ্রবিন্দু। ভূমিকম্প অনুভূত হতেই কয়েক হাজার মানুষ প্রাণ বাঁচাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। সুলাওয়াসে দ্বীপের একটি হাসপাতাল ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। সেখানে ১২ জনেরও বেশি রোগী ও স্বাহ্যকর্মীরা হাসপাতালের ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে গিয়েছে।

সরকার থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জোরালো ভূমিকম্পের জেরে দেশে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে শক্তিশালী ভূমিকম্পের দ্বিতীয় তরঙ্গের জন্য জনসাধারণকে সাবধান করে সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা এজেন্সি থেকে বলা হয়েছে, ভূমিকম্পের জেরে শহরের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম সুলাওয়েসি গভর্নরের অফিস ও বেশ কয়েকটি হোটেলের দেওয়ালে চিড় ধরা পড়েছে। সেখানে বিদ্যুত্‍ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবারও মাঝারি কম্পনে কেঁপে উঠেছিল সুলাওয়েসির কয়েকটি জেলা। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৯। তবে সেই কম্পনের জেরে কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছিল।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version