কে ডি সিংকে গ্রেফতারের পর নারদকাণ্ডে ম্যাথুর বয়ান চেয়ে সিবিআই-কে চিঠি ইডির

কেডি সিং (K D Singh) গ্রেফতারের পর আরও তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টর (ED)। ইতিমধ্যেই ইডি তাদের কলকাতা দফতর ও সিবিআইয়ের (CBI) কাছে নারদকাণ্ডে (Narada Case) কে ডি সিং সংক্রান্ত ম্যাথু স্যামুয়েলের (Mathwe Samuels) বয়ানের বিস্তারিত তথ্য রিপোর্ট আকারে দিল্লিতে চেয়ে পাঠিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নারদকাণ্ডের একেবারে শিকড়ে যেতে চাইছে।

ইডি সূত্রে খবর, নারদকাণ্ডে স্টিং অপারেশনের জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছিল, সেই বিপুল অঙ্কের টাকা কে, কাকে, কীভাবে, কখন দিয়েছিল তা জানতে চায় ইডি। কারণ, নারদ তদন্তে নেমে শুরুতেই ইডি দাবি করেছিল, জিজ্ঞাসাবাদে ম্যাথু স্যামুয়েল জান, কে ডি সিংয়ের সংস্থাই নারদকাণ্ডে স্টিং অপারেশনে টাকা দিয়েছিল। সেই প্রেক্ষিতেই নারদকর্তার বয়ানকে সামনে রেখে এবার কে ডি সিংকে জেরা করতে চায় ইডি। এবং তথ্য-প্রমাণ হাতে নিয়েই কে ডি সিংয়ের মুখোমুখি বসতে চায় তারা। সেই কারণেই নিজেদের কলকাতা দফতর ও সিবিআইকে চিঠি পাঠিয়ে নথি চেয়েছে তারা।

অ্যালকেমিস্ট কর্ণধার ও রাজ্যসভার প্রাক্তন সাংসদের বিরুদ্ধে দেড়শো থেকে দু’শো কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। এর মধ্যে বিপুল পরিমাণ টাকা তিনি বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ। গ্রেফতারের পর দফায় দফায় জেরা করা হয়েছে কে ডি সিংকে। ইডি সূত্রে দাবি, প্রাক্তন সাংসদ অনেক তথ্য গোপন করছেন। আদালত কে ডি সিংকে ১৬ জানুয়ারি পর্যন্ত হেফাজতে পাঠিয়েছে।