Friday, May 9, 2025

ভোট বড় বালাই৷

বিজেপির শাসনকালের অন্যান্য বছরে এতখানি তৎপরতা দেখা যায়নি৷ এ বছর বাংলার বিধানসভা ভোটের মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুর( Netaji Subhas) জন্মবার্ষিকী জাঁকজমকের সঙ্গে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ( Govt of India)৷ এই লক্ষ্যে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে কেন্দ্র ৷ পাশাপাশি একঝাঁক কর্মসূচি নিয়ে ফেলেছে মোদি সরকার।

◾দেশের যেসব শহর বা গ্রামে নেতাজির স্মৃতি, কর্মযজ্ঞ এবং সামাজিক তথা রাজনৈতিক কর্মসূচি ছড়িয়ে রয়েছে,সেগুলিকে বেছে নেওয়া হবে।

◾কলকাতা থেকে কটক, মণিপুর থেকে আন্দামান অথবা গোমো, দেশজুড়ে ছড়ানো নেতাজির এ ধরনের কর্মভূমিকে নিয়ে কেন্দ্র তৈরি করছে ‘নেতাজি সার্কিট’।

◼তৈরি হবে একাধিক মিউজিয়ম এবং প্রদর্শনীস্থল।

◾মণিপুরের মৈরাং এলাকায় যেখানে নেতাজির আজাদ হিন্দ বাহিনী ঢুকে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলো, সেই এলাকাকে নেতাজি সার্কিটের অঙ্গ হিসেবে তুলে ধরা হচ্ছে।

◾মৈরাং-এর প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা জমি অধিগ্রহণ করবে সরকার। সেখানে নেতাজি-কেন্দ্র গড়ে তোলা হবে।

◾কটকে নেতাজির জন্মস্থান ও জানকীনাথ বসুর বাসভবন ও সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে গঠন করা হবে নেতাজি কেন্দ্র।

◾ভিক্টোরিয়া মেমোরিয়ালে চিত্র প্রদর্শনী থেকে নেতাজির স্মৃতি বিজড়িত উপকরণও প্রদর্শন করা হবে।

◾নেতাজি-জীবনে গুরুত্বপূর্ণ গোমো স্টেশন সাজানো হবে।

১৯৪৩ সালে আন্দামানে গিয়েছিলেন নেতাজি। সেখানেই তৈরি হবে আজাদ হিন্দ বাহিনীর মিউজিয়ম।

 

Related articles

১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন: রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি, জোড়াসাঁকো থেকে বিধানসভায় অনুষ্ঠান

শুক্রবার দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। কবিগুরুর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা...

ধরমশালায় স্থগিত পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ

স্থগিত পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচ। মাঠে ছেড়ে সমর্থকদের চলে যাওয়ার নির্দেশ বোর্ডের(BCCI)। সমর্থকদের মাঠে নেমে নিরাপদে...

‘হেরিটেজ’ কফি হাউসের বেআইনি নির্মাণ ভাঙল কলকাতা পুরসভা

শহরের গর্ব, ইতিহাসবাহী কফি হাউসে বেআইনি নির্মাণ ঘিরে অবশেষে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরনিগম। বৃহস্পতিবার সকালে পুরনিগম ও...

নয়া স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা নিয়োগ রাজ্যের! দায়িত্বে কে?

রাজ্যের নতুন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (ডিএমই) হলেন ডাঃ ইন্দ্রজিৎ সাহা। তিনি বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে রয়েছেন।...
Exit mobile version