Tuesday, August 26, 2025

ভোট বড় বালাই৷

বিজেপির শাসনকালের অন্যান্য বছরে এতখানি তৎপরতা দেখা যায়নি৷ এ বছর বাংলার বিধানসভা ভোটের মুখে নেতাজি সুভাষচন্দ্র বসুর( Netaji Subhas) জন্মবার্ষিকী জাঁকজমকের সঙ্গে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ( Govt of India)৷ এই লক্ষ্যে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে কেন্দ্র ৷ পাশাপাশি একঝাঁক কর্মসূচি নিয়ে ফেলেছে মোদি সরকার।

◾দেশের যেসব শহর বা গ্রামে নেতাজির স্মৃতি, কর্মযজ্ঞ এবং সামাজিক তথা রাজনৈতিক কর্মসূচি ছড়িয়ে রয়েছে,সেগুলিকে বেছে নেওয়া হবে।

◾কলকাতা থেকে কটক, মণিপুর থেকে আন্দামান অথবা গোমো, দেশজুড়ে ছড়ানো নেতাজির এ ধরনের কর্মভূমিকে নিয়ে কেন্দ্র তৈরি করছে ‘নেতাজি সার্কিট’।

◼তৈরি হবে একাধিক মিউজিয়ম এবং প্রদর্শনীস্থল।

◾মণিপুরের মৈরাং এলাকায় যেখানে নেতাজির আজাদ হিন্দ বাহিনী ঢুকে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলো, সেই এলাকাকে নেতাজি সার্কিটের অঙ্গ হিসেবে তুলে ধরা হচ্ছে।

◾মৈরাং-এর প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা জমি অধিগ্রহণ করবে সরকার। সেখানে নেতাজি-কেন্দ্র গড়ে তোলা হবে।

◾কটকে নেতাজির জন্মস্থান ও জানকীনাথ বসুর বাসভবন ও সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে গঠন করা হবে নেতাজি কেন্দ্র।

◾ভিক্টোরিয়া মেমোরিয়ালে চিত্র প্রদর্শনী থেকে নেতাজির স্মৃতি বিজড়িত উপকরণও প্রদর্শন করা হবে।

◾নেতাজি-জীবনে গুরুত্বপূর্ণ গোমো স্টেশন সাজানো হবে।

১৯৪৩ সালে আন্দামানে গিয়েছিলেন নেতাজি। সেখানেই তৈরি হবে আজাদ হিন্দ বাহিনীর মিউজিয়ম।

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version