Sunday, August 24, 2025

দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন।ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক তৎপরতা।
ভোটের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশনও। এমনই এক সময়ে বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ করা থেকে পিছিয়ে গেল এক জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল । রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছিল যে ১৪ জানুয়ারি এই সমীক্ষার ফল জানানো হবে । কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে অতি পরিচিত সর্বভারতীয় সংস্থা ‘সি ভোটার’ (C Voter)-এর সেই সমীক্ষার ফল দিনের আলো দেখল না।
সূত্রের খবর, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন হলে তৃণমূল পাবে ২০০টির সামান্য বেশি আসন, বিজেপি পেতে পারে ৮৫- ৯০ আসন এবং ৮-১০টি আসন বাম-কংগ্রেস জোটের ঝুলিতে যাবে। জানা গিয়েছে , চ্যানেল যাতে এই সমীক্ষার ফলাফল সম্প্রচার না করে সেইজন্য দিল্লি থেকে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতার অফিস থেকে ফোন করে চাপ সৃষ্টি করা হয়েছে। কারণ,
সি-ভোটারের সমীক্ষাতে তৃণমূল পেতে চলেছে 200 র বেশী আসন। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, সত্যিটা চাপতেই কি দিল্লির নির্দেশে সি ভোটারের ওপিনিয়ন পোল বন্ধ করতে হল?
সমীক্ষা মেলে না সব সময়, কিন্তু রাজনীতির লোকজন ও খুব একটা অবিশ্বাস করেন না সমীক্ষার এই ফল।
অবশ্য সম্প্রচার বন্ধ রাখার কারণ হিসেবে চ্যানেল কর্তৃপক্ষের যুক্তি, সমীক্ষার কাজ এখনও শেষ হয়নি। কোনও অতি পরিচিত পেশাদার সংস্থার ক্ষেত্রে এই যুক্তি যে নেহাতই ঠুনকো, তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার যে আদৌ ওই সমীক্ষার ফল চ্যানেলটি কবে সম্প্রচার করে।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version