Monday, May 5, 2025

টিকাকরণ কর্মসূচির মাঝেই ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ১৫,১৫৮, মৃত ১৭৫

Date:

দেশজুড়ে শনিবার থেকে শুরু হয়েছে করোনা টিকাকরণ(Corona vaccination) কর্মসূচি। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime minister Narendra Modi)। এরই মাঝে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশ করা হল তাতে দেখা যাচ্ছে ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকখানি নেমে গিয়ে বর্তমানে ১৫ থেকে ১৬ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে।

স্বাস্থ্যমন্ত্রকের( health ministry) তরফে জারি করা বিবৃতি অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ১৫,১৫৮ জন। যার জেরে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৫,৪২,৮৪১(১.০৫ কোটি)। পাশাপাশি শেষ ২৪ ঘন্টায় ১৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাস সংক্রমণের জেরে। যার ফলে এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১.৫২ লক্ষ। স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় ১৬,৯৭৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যার ফলে এখনো পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১.০১ কোটি মানুষ। আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেড়ে যাওয়ার ফলে বর্তমানে অ্যাক্টিভ কেস লাগাতারভাবে কমতে শুরু করেছে। তথ্য বলছে এই মুহূর্তে মৃত ও সুস্থতা বাদ দিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২.১১ লক্ষ আক্রান্ত।

আরও পড়ুন:বিজ্ঞানীদের প্রশংসা, করোনায় মৃতদের শ্রদ্ধা: টিকাকরণের সূচনায় আবেগপ্রবণ মোদি

পাশাপাশি করোনা পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক অবস্থায় থাকা দিল্লিতেও ক্রমাগতভাবে আক্রান্তের হার কমতে শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় দিল্লির সরকারের তরফে যে তথ্য প্রকাশে আনা হয়েছিল তাতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মাত্র ২৯৫ জন দিল্লিতে করোনা আক্রান্ত হন। এবং এই প্রথমবার দিল্লিতে করোনাকে হারিয়ে সুস্থতার হার ৯৭.৮৫ শতাংশে পৌঁছে গিয়েছে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version