Tuesday, November 11, 2025

বিজ্ঞানীদের প্রশংসা, করোনায় মৃতদের শ্রদ্ধা: টিকাকরণের সূচনায় আবেগপ্রবণ মোদি

Date:

দীর্ঘ এক বছর করোনা(corona) রাক্ষসের সঙ্গে অসম লড়াইয়ের পর অবশেষে বহুপ্রতীক্ষিত সেইদিন। যুদ্ধ জয়ের অঙ্গীকার নিয়ে আজ ময়দানে নেমেছে ভারতবাসী(India)। শনিবার সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অভিযান শুরু করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime minister Narendra Modi)। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে গর্বিত ও একই সঙ্গে আবেগপ্রবণ হতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। দ্রুত ভ্যাকসিন প্রস্তুতের জন্য বিজ্ঞানীদের প্রশংসা করার পাশাপাশি, শ্রদ্ধা জানালেন সেই সমস্ত মানুষকে যাদের প্রাণহানি হয়েছে এই মারণ ভাইরাসের সংক্রমণে।

এদিন দেশবাসীর উদ্দেশ্যে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু করার পাশাপাশি দেশবাসীকে সতর্ক করতে ভোলেননি প্রধানমন্ত্রী। তিনি জানিয়ে দেন টিকা নেওয়ার অর্থ এই নয় আপনারা মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা ভুলে যাবে। পাশাপাশি একটি টিকা নেওয়ার পর দ্বিতীয় টিকা নেওয়ার ক্ষেত্রে যেন ভুল না হয় সেটাও দেশবাসীকে জানিয়ে দেন তিনি। পাশাপাশি দ্রুত টিকা প্রস্তুত করার জন্য বিজ্ঞানীদের ভুয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, যে কোন টিকা প্রস্তুত করতে বছরের পর বছর লেগে যায়। তবে অক্লান্ত পরিশ্রম করে অল্প দিনেই সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের এই প্রচেষ্ঠার জন্য কোন প্রশংসাই পর্যাপ্ত নয়।

আরও পড়ুন:তৃণমূল থেকে আসা প্রত্যেককেই টিকিট দেওয়া হবে না, ঘোষণা দিলীপ ঘোষের

পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ওঁরা দিন-রাত এক করে কাজ করেছেন। ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লাগে। এক্ষেত্রে খুব কম সময়ে জোড়া ভ্যাকসিন তৈরি হয়েছে। যার সংক্রমিত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, তিনি আগে পাবেন টিকা। চিকিত্সক-স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিনের প্রথম হকদার। এঁদের সংখ্যা প্রায় ৩ কোটি। এঁদের ভ্যাকসিন দেওয়ার খরচ বহন করবে ভারত সরকার।’

একই সঙ্গে ভারতে ভাইরাসের কবলে পড়ে যে সমস্ত মানুষের প্রাণ গিয়েছে সেই সমস্ত মানুষের কথা এদিন স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বৃদ্ধ বাবা-মায়ের কাছে আসতে পারেনি সন্তান। অনেকে প্রিয়জনদের অন্তিম বিদায় পর্যন্ত জানাতে পারেননি।  নিরাশার এই সময়ে কেউ আশার সঞ্চার করছিল।  প্রাণ বিপন্ন করে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী-পুলিশরা লড়ে গিয়েছেন। এঁরা কতদিন বাড়ি ফিরতে পারেননি।

তাঁর কথায়, ‘অনেকে শেষপর্যন্ত আর বাড়ি ফিরতে পারেননি। তাঁরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন আজ স্বাস্থ্যকর্মীদের আগে টিকা দিয়ে, দেশ তার ঋণ শোধ করছে।  নিজেদের দুর্বলতাকে, শক্তিতে রূপান্তরিত করেছে ভারত।’

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version