বিশ্বভারতীর জমি জোর করে দখল করে রেখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এই অভিযোগেই অনড় বিশ্বভারতী। শনিবার নতুন করে সাংবাদিক বৈঠক করে বিবৃতি দিয়ে ফের জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার সেন্ট্রাল অফিসে একটি সাংবাদিক বৈঠক করেন বিশ্বভারতীর আধিকারিকরা। সেখানেই রেজিস্ট্রার অশোক মাহাতো বলেন, ‘‘বিশ্বভারতীর কাছে যে তালিকা আছে তাতে অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে আছেন। প্রয়োজনে রাজ্য ভূমি সংস্কারের তরফে নিয়ম মেনে বিশ্বভারতীর প্রতিনিধি, অমর্ত্য সেনের প্রতিনিধিদের নিয়ে জমির মাপ নেওয়া হোক, তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে৷’’

উল্লেখ্য, ইতিমধ্যেই জমি ইস্যুতে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, মতাদর্শগত অমর্ত্যবাবু বিজেপি বিরোধী বলে এভাবে তাঁর নামে কুৎসা ছড়াচ্ছেন বিজেপি ঘেঁষা বিশ্বভারতীর উপাচার্য। তাঁর অপমান রাজ্যের মানুষ সহ্য করবে না। চিঠি লিখেও মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনকে বলেছেন, তিনি তাঁর পাশে আছেন।
আরও পড়ুন- কৃষক আন্দোলনের সমর্থন ও জনবিরোধী নীতির প্রতিবাদে সরব সেলিম
