বৃষ্টি বিঘ্নিত ভারত-অস্ট্রেলিয়া ম‍্যাচ, ৩০৭ রানে পিছিয়ে রাহানের দল

বৃষ্টি বিঘ্নিত ভারত-অস্ট্রেলিয়া( india vs Australia ) চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন। যার ফলে চা- বিরতির পর এক বলও গড়াতে পাড়ল না গাব্বায়। প্রথম সেশনে ১০ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান সংখ‍্যা ৩৬৯ । ব‍্যাট করতে নেমে দিনের শেষে ভারতের রান সংখ‍্যা দুই উইকেট ৬২। ৩০৭ রানে পিছিয়ে অজিঙ্কে রাহানের ( ajinkye rahane) দল।

চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে টিম পেন এবং গ্রীন এগিয়ে নিয়ে যায় টিম অস্ট্রেলিয়াকে। অর্ধশতরান করেন পেন। ৪৭ রান করেন গ্রীন। ২ রান করেন কামিন্স। ২৪ রান করেন লেয়ান। তিনটি করে উইকেট নেন, টি-নটরাজ, ওয়াসিংটন সুন্দর এবং সার্দুল ঠাকুর।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান শুভমন গিল। মাত্র ৭ রান করেন তিনি। ৪৪ রান করে আউট হন রোহিত শর্মা। ভারতের হয়ে এখন ব‍্যাট করছেন চেতশ্বর পুজারা এবং অজিঙ্কে রাহানে। একটি করে উইকেট নেন কামিন্স এবং লায়ন। এরপর চা বিরতির পর বৃষ্টির কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন:চলে গেলেন হার্দিক পান্ডিয়ার বাবা হিমাংশু পান্ডিয়া

Advt

Previous articleটিকাকরণ কর্মসূচির মাঝেই ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ১৫,১৫৮, মৃত ১৭৫
Next article“টিকা নিন, করোনামুক্ত জীবনযাপন করুন”, বার্তা ফিরহাদ হাকিমের