Sunday, November 9, 2025

প্রধান শিক্ষককে নিগ্রহের অভিযোগ পরিচালন সমিতির সদস্যের বিরুদ্ধে

Date:

কোচবিহারে(Coochbihar) স্কুলের প্রধান শিক্ষককে(teacher) নিগ্রহের অভিযোগ উঠল পরিচালন সমিতির এক সদস্যের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মণীন্দ্রনাথ হাইস্কুলে(manindra nath High school)। কোচবিহারের এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই প্রধান শিক্ষক।

স্কুল সূত্রে দাবি, শুক্রবার স্কুল পরিচালন কমিটির সদস্যদের সাথে আলোচনা ছিল। এর পরেই শিক্ষক ও সদস্যদের সাথে বচসা বাঁধে স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদারের৷ তখন একজন পরিচালন কমিটির সদস্য তার ওপর চড়াও হয়েছেন বলে অভিযোগ৷ অভিযোগ, তাপস পন্ডিত নামে স্কুল পরিচালন কমিটির এই সদস্য তৃণমূল কংগ্রেসের খাগড়াবাড়ি অঞ্চল কমিটির সহ সভাপতির দায়িত্বে আছেন।

আক্রান্ত প্রধান শিক্ষক প্রফুল্ল মজুমদারের বলেন, আলোচনার মধ্যে হঠাৎ এভাবে নিগ্রহ করা হবে তিনি ভাবতেই পারেননি। রাতে বাড়ি ফেরার পর মাথায় যন্ত্রণা শুরু হয়। পরে শনিবার তিনি কোচবিহার এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি হন। তাঁর আরও দাবি, স্কুলের প্রধান শিক্ষক পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই কিছু শিক্ষক ষড়যন্ত্র করে চলেছেন। সে কারণেই কিছু স্কুল শিক্ষক বিভিন্ন দাবি নিয়ে চেচামেচি করার মাঝে এক পরিচালন কমিটির সদস্যকে দিয়ে হামলা করানো হয়েছে।

আরও পড়ুন:প্রথমদিন টিকা নিয়ে বিতর্কের মুখে কয়েকজন জনপ্রতিনিধি!

যদিও অভিযুক্ত স্কুল পরিচালন কমিটির সদস্য ও তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সহ সভাপতি তাপস পন্ডিত দাবি করে বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। তিনি কখনই প্রধান শিক্ষকের গায়ে হাত তোলেননি। বচসা হয়েছে তাদের সাথে। এক শিক্ষিকা দীর্ঘ ৯ মাস থেকে স্কুলে আসেন না তাই প্রধান শিক্ষককে অভিযোগ জানিয়েছেন তারা। প্রধান শিক্ষক ওই শিক্ষিকার থেকে আর্থিক সুবিধা পাচ্ছেন বলেই তিনি শিক্ষিকার অনুপস্থিতি নিয়ে কোনও ব্যবস্থা নেননি বলে দাবি স্কুল পরিচালন কমিটির সদস্য তৃণমূল কংগ্রেস নেতার। যদিও এ ব্যাপারে মনীন্দ্রনাথ হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি কৃষেন্দু আইচ বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছেন। তাদের সাথে কথাও হয়েছে। এ ব্যাপারে আলোচনায় বসবে স্কুল পরিচালন কমিটি।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version