Monday, November 10, 2025

অভিনেত্রী সায়নী ঘোষকে কুরুচিকর ভাষায় অপমান করার অভিযোগ উঠল মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল এবং প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ের বিরুদ্ধে। প্রাক্তন রাজ্যপাল নিজের টু্ইটার অ্যাকাউন্ট থেকে একাধিক টুইট করে অভিনেত্রীকে অপদস্থ করেন। পাল্টা জবাব দিয়েছেন সায়নীও। কিন্তু একটি টুইটে সেই বিতর্ক থেকে যায়নি। বরং তথাগত-সায়নীর একের পর এক টুইট-পাল্টা টুইটে কুটকচালি ঝগড়ার রূপ নেয়।

ঘটনার সূত্রপাত একটি টেলিভিশন শোয়ের বিতর্কের অনুষ্ঠানে। সেখানে অংশ নিয়ে সায়নী কথা প্রসঙ্গে বিজেপির সমালোচনা করে বলেন, যেভাবে একদল যুবক বাইকে চেপে আগ্রাসী ভঙ্গিতে ভগবানের নাম নিয়ে জয় শ্রী রাম বলে রাজনীতি করে এবং দৌড়ে বেড়ায়, তা কখন বাঙালি সংস্কৃতি নয়। এবং বাঙালিরা এমন উগ্র আচরণ পছন্দ করেন না। যদি ভগবানের নাম নিতে হয় তবে ভালবেসে নেওয়া উচিত। এই ছিল সায়নীর বক্তব্য।অভিনেত্রীর এই মন্তব্য পছন্দ হয়নি তথাগতবাবুর। তিনি এই ইস্যুকে সাম্প্রদায়িক আঙ্গিক দেওয়ার চেষ্টা করে একটি টুইট করেন। একই সঙ্গে সায়নীকে আক্রমণ করে লেখেন, “এই টাইপটাকে দেখেই কথায় বলে ‘মূর্খের অশেষ দোষ’। তবে এই মূর্খামির দায় শুধু সায়নীর নয়। পশ্চিমবাংলার বাম ও সেকুলারপন্থীরা এদের শিখিয়েছে ‘ছি! এসব বলতে নেই। করুক না ওরা কিছু হিন্দু খুন ও মেয়েদের ধর্ষণ! হোক না সোওয়া কোটি হিন্দু গৃহহীন পথের ভিখারি! ওরাও তো মানুষ।”

এই টুইটের পাল্টা জবাব হিসেবে সায়নী লেখেন, “টাইপ গোছের কথাটা বলে নিজের মানসিক ও সামাজিক সংকীর্ণতার পরিচয় দিলেন। আপনার মতো ‘জিনিস’ সত্যি পশ্চিম বাংলার মানুষের কাম্য নয়।” এর পরও এই কথা কাটাকাটি থেমে যায়নি। বেশ কয়েকটি টুইট চালাচালি হয় দু’জনের মধ্যে। শেষে তথাগতকে আবার লিখতে দেখা যায়, “এই লালবাবাদের সম্বন্ধে মুখ খারাপ করতে নেই। লেনিনের নিষিদ্ধ পল্লীতে যাতায়াত ও সিফিলিসে মৃত্যু আমি ফাঁস করে দিয়েছিলাম বলে আমার উপরে এদের জাতক্রোধ আছে। করুণা ছাড়া এদেরকে কিছু করার নেই।”

আরও পড়ুন-ক্রমশই কি কমছে রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের গুরুত্ব?

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version