Friday, November 14, 2025

করোনা অতিমারি (corona pandemic) রুখতে বিশ্বের বৃহত্তম টিকাকরণ (vaccination) কর্মসূচির সূচনা হল শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi) ভার্চুয়াল কনফারেন্সে আজ দেশজুড়ে কোভিড টিকাকরণ (covid vaccination) কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন। ইতিমধ্যেই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সেনা, পুলিশ, সাফাইকর্মী, অসুস্থ প্রবীণ নাগরিক সহ ৩ কোটি মানুষকে জরুরি ভিত্তিতে টিকাদানের লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য দুটি ভ্যাকসিনকে দ্রুত ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। এই দুটি ভ্যাকসিন হল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ও ভারত বায়োটেক ও আইসিএমআরের কোভ্যাক্সিন। গত এক বছর ধরে করোনাভাইরাস অতিমারির সংকটে লক্ষাধিক মানুষের মৃত্যুর পর ভ্যাকসিনের প্রতীক্ষায় ছিল দেশবাসী। অবশেষে আজ ভারতে তার সূচনা হল।

সারা দেশের ৩,০০৬টি কেন্দ্রে চলবে টিকাকরণ। তার মধ্যে পশ্চিমবঙ্গে মোট ২১২টি টিকাকরণ কেন্দ্র করা হয়েছে। প্রতি কেন্দ্রে প্রতিদিন ১০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নাম টিকা তালিকায় নথিভুক্ত হয়েছে, তাঁদেরই এদিন টিকা দেওয়া হবে। দেশের ৭০০ জেলায় প্রায় দেড় লক্ষ কর্মীকে টিকাকরণের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সারা দেশে দুই পর্যায়ে চলেছে টিকাকরণের মহড়া বা ড্রাই রান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন বলেন, প্রথমদিন দেশের ৩ লক্ষ স্বাস্থ্যকর্মীর টিকাকরণের সঙ্গেই কোভিড-১৯-কে শেষ করার অভিযান শুরু হবে।

আরও পড়ুন : দেশে করোনার টিকাকরণের সূচনা মোদির

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version