Sunday, August 24, 2025

সংগঠনেও বাড়তি গুরুত্ব, দিল্লি বৈঠকের সিদ্ধান্তে বিজেপির ভোট-কমিটিতে শুভেন্দু

Date:

বিজেপিতে (BJP) যোগ দিয়েই পর পর বাড়তি গুরুত্ব৷ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ আগেই পেয়েছেন৷ এবার শুভেন্দু অধিকারীকে (suvendu adhikary) সংগঠনেও গুরুত্ব দেওয়া হলো৷ এ রাজ্যে একুশের হাইভোল্টেজ ভোট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিজেপির বিশেষ টিমের অন্তর্ভূক্ত হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখেই তাঁকে এই গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে বলে সূত্রের খবর।

দিল্লিতে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের বৈঠকে, অমিত শাহ-জে পি নাড্ডার উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই হাই-পাওয়ার্ড কমিটিতে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, দিলীপ ঘোষ এবং মুকুল রায়। দিল্লির নির্দেশে ওই কমিটির পঞ্চম সদস্য হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু৷ বিজেপি সূত্রের খবর, দলে শুভেন্দুর গুরুত্ব বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত। শুভেন্দুকে অবশ্য দিল্লির বৈঠকে ডাকা হয়নি৷ শনিবার এই সিদ্ধান্তের কথা শুভেন্দুকে জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

দিল্লিতে অমিত শাহের (Amit Shah) বাসভবনে শুক্রবারের বৈঠকে দিলীপ ঘোষদের (Dilip Ghosh) সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দিল্লিতে শাহ- নাড্ডার সঙ্গে বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ছাড়াও হাজির ছিলেন রাজ্য বিজেপির সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়৷

আরও পড়ুন- হার্ভার্ডে সাংবাদিকতা বিভাগই নেই, অনলাইন প্রতারণার শিকার NDTV-র প্রাক্তন সাংবাদিক

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version