Sunday, August 24, 2025

সংগঠনেও বাড়তি গুরুত্ব, দিল্লি বৈঠকের সিদ্ধান্তে বিজেপির ভোট-কমিটিতে শুভেন্দু

Date:

বিজেপিতে (BJP) যোগ দিয়েই পর পর বাড়তি গুরুত্ব৷ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ আগেই পেয়েছেন৷ এবার শুভেন্দু অধিকারীকে (suvendu adhikary) সংগঠনেও গুরুত্ব দেওয়া হলো৷ এ রাজ্যে একুশের হাইভোল্টেজ ভোট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিজেপির বিশেষ টিমের অন্তর্ভূক্ত হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখেই তাঁকে এই গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে বলে সূত্রের খবর।

দিল্লিতে কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের বৈঠকে, অমিত শাহ-জে পি নাড্ডার উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই হাই-পাওয়ার্ড কমিটিতে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, দিলীপ ঘোষ এবং মুকুল রায়। দিল্লির নির্দেশে ওই কমিটির পঞ্চম সদস্য হয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু৷ বিজেপি সূত্রের খবর, দলে শুভেন্দুর গুরুত্ব বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত। শুভেন্দুকে অবশ্য দিল্লির বৈঠকে ডাকা হয়নি৷ শনিবার এই সিদ্ধান্তের কথা শুভেন্দুকে জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

দিল্লিতে অমিত শাহের (Amit Shah) বাসভবনে শুক্রবারের বৈঠকে দিলীপ ঘোষদের (Dilip Ghosh) সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দিল্লিতে শাহ- নাড্ডার সঙ্গে বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ছাড়াও হাজির ছিলেন রাজ্য বিজেপির সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়৷

আরও পড়ুন- হার্ভার্ডে সাংবাদিকতা বিভাগই নেই, অনলাইন প্রতারণার শিকার NDTV-র প্রাক্তন সাংবাদিক

Related articles

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...
Exit mobile version