আজ রবিবার কলকাতার আইসিসিআরে বিজেপির (BJP) বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল। বিধানসভা ভোটের আগে ঘুঁটি সাজিয়েই মাঠে নামতে চাইছে দল। আর আজ সেই ব্লু প্রিন্ট তৈরি করতেই বৈঠকে বসেছিল গেরুয়া শিবির
মূলত: বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে নির্বাচনী কৌশল নিয়েই আলোচনা হয়েছে ওই বৈঠকে। সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত বৈঠক চলে। বিভিন্ন জোনের পর্যবেক্ষক ও বিভিন্ন মোর্চার নেতৃত্বকে নিয়ে রাজ্যের কোর গ্রুপ বৈঠকে বসছিল। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ-সহ উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয়, শমীক ভট্টাচার্য, অন্য রাজ্য নেতৃত্ব।
সূত্রের খবর, প্রার্থী হতে না পারলেও ভোটে দলকে জেতানোর চেষ্টা করতে হবে কর্মীদের, এমনই নির্দেশ দিয়েছে নেতৃত্ব । কর্মীরা যেন নিজেদের কথা না ভেবে দলের কথা ভাবেন, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। দলের নজরে যে একুশের বিধানসভা ভোট তা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে ।
