Wednesday, August 27, 2025

সম্মান??? তৃণমূলে নাকি অসম্মানিত হচ্ছিলেন শুভেন্দু অধিকারী! তাই তিনি বিজেপিতে। আর বিজেপিতে গিয়ে কেমন সম্মান পাচ্ছেন? রবিবার দলের বিশেষ সাংগঠনিক বৈঠকে মঞ্চের চিত্র বুঝিয়ে দিল বিজেপিতে তাঁর সম্মানের জায়গাটা কতটা মনে রাখার মতো!

রবিবার সকালে মঞ্চের যে চিত্র সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে মঞ্চে বসে থাকা নেতৃত্বের মধ্যে পিছনের সারিতে এক কোণায় বসে রয়েছেন শুভেন্দু। রীতিমতো দূরবীন দিয়ে তাঁকে দেখতে হচ্ছে। সামনের সারিতে মঞ্চ আলো করে বসে রয়েছেন মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গী, দিলীপ ঘোষ, শিব প্রকাশ। এমনকী কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও। আর পিছনের সারিতে অনুপম হাজরাদের সঙ্গে শুভেন্দু। অর্থাৎ শুভেন্দু কিনা অনুপমদের গোত্রের নেতা!

তৃণমূলে থাকাকালীন শুভেন্দু ছিলেন তারকা। বসতেন মঞ্চের সামনের সারিতে। তাঁর পাশে কখনও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কখনও ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি বা পার্থ চট্টোপাধ্যায়ের মতো শীর্ষ নেতৃত্ব। হতেন তারকা বক্তা। ছিলেন আকর্ষণের কেন্দ্রে। আর যে দল তাঁকে ঢাক-ঢোল বাজিয়ে সম্মান দিয়ে নিয়ে গিয়েছে, তারা সম্মান দিয়ে ঠেলে দিয়েছে পিছনের সারিতে। তিনি কোথায় তা খুঁজতে রীতিমতো চোখের ব্যায়াম করতে হচ্ছে। এই সম্মান পাওয়ার জন্যই তিনি গেরুয়া পতাকা ধরেছিলেন!

এ নিয়ে বিজেপি কী বলছে? তারা বলছে, আমাদের দলে যার যা প্রাপ্য সম্মান তা দেওয়া হয়। পদ ও গুরুত্ব দিয়েই মঞ্চে বসানো হয়। শুভেন্দুর যা প্রাপ্য সেটা দেওয়া হয়েছে। আর শুভেন্দু ঘনিষ্ঠরা মনে মনে বড্ড ম্রিয়মান। দলে ‘দাদা’র আসল অবস্থান বুঝে গিয়ে তাঁরাও ব্যথিত, হতাশ, নিরাশ এবং ভবিষ্যৎ ভেবে রাতের ঘুম ছুটে যাওয়ার জোগাড়।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version