মমতার সভার আগে তৃণমূলের অনুষ্ঠানে হামলা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে হামলার অভিযোগ।রবিবার, দিলীপ যাদব (Dilip Yadav) পুড়শুড়ায় একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানের শেষে তিনি সেকেন্দারপুর মাঠে যান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার প্রস্তুতি দেখতে। অভিযোগ, সেই সুযোগে বিজেপি (Bjp) আশ্রিত কিছু দুষ্কৃতীরা কম্বল বিতরণ অনুষ্ঠানে হামলা চালায় এবং সেখানে ভাঙচুর করে। এই খবর পেয়ে আবার সেখানে ফিরে যান দিলীপ যাদব। সেখানে তৃণমূল (Tmc) কর্মীদের সঙ্গেও কথা বলেন। প্রতিবাদ সভাও করেন।

বিজেপির হামলার প্রতিবাদে সোমবার পুরশুড়ায় মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি মুখ্যমন্ত্রী সভার আগে এইভাবে
হামলা করে আরামবাগ জুড়ে এক অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে।

আরও পড়ুন:সম্মান??? বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠকের মঞ্চে দূরবীনে খুঁজতে হচ্ছে শুভেন্দুকে!

Advt

Previous articleসম্মান??? বিজেপির সাংগঠনিক বৈঠকের মঞ্চে পিছনের সারিতে শুভেন্দু!
Next articleএফসি গোয়ার বিরুদ্ধে ড্র এটিকে এমবির