Thursday, August 21, 2025

আসন্ন বিধানসভা নির্বাচনের আসন এবং প্রার্থী তালিকা নিয়ে রবিবার ত্রিদিব চৌধুরী ভবনে বৈঠকে বসেছিলেন বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব । দীর্ঘক্ষণ বৈঠকের পরেও আসন বন্টন নিয়ে বেরোয়নি কোনও সমঝোতা সূত্র। সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও বাম শরিক দলের রাজ্য সম্পাদকরাও বৈঠকে উপস্থিত ছিলেন । বৈঠকের শুরুতেই ভিন্ন মত জানান অধীর চৌধুরি ও বিমান বসু ।আগামী ২৫ তারিখ আরও একবার বৈঠক রয়েছে। সেদিন অবশ্য থাকছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেদিন আসন নিয়ে নিজেদের তালিকা প্রকাশ করবে দলগুলি। ফের ২৮ জানুয়ারি আরও একটি বৈঠক রয়েছে।

বৈঠক শেষে অধীর বলেন, একটা বৈঠকে এভাবে সমাধান মেলে না। আ ন বন্টন নিয়ে আরও একাধিক বার বৈঠক হবে। আলোচনার মাধ্যমে সমাধান নিশ্চয়ই বেরোবে।
অতীতে একাধিকবার বৈঠক হয়েছে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের । যদিও সেই বৈঠক হয়েছে যৌথ আন্দোলনের বিষয়ে । তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জনমত তৈরি এবং যৌথ আন্দোলনের বিষয়ে একাধিকবার এই ক্রান্তি প্রেসেই বৈঠক হয়েছে । আজ রবিবারই প্রথম আসন বণ্টন নিয়ে ‘অফিশিয়াল বৈঠক’ হল । বামফ্রন্টের শরিক দলের নেতৃত্ব বৈঠক নিয়ে যথেষ্ট আশাবাদী । সম্মানজনক শর্তে আসন সমঝোতা চাইছে বামফ্রন্ট।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, বিজেপিকে রুখতে এবং রাজ্যের আইনশৃঙ্খলা ফেরাতে বাম-কংগ্রেস জোট জরুরী । সেই লক্ষ্য নিয়েই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজার চেষ্টা হচ্ছে।তিনি এদিন ফের অভিযোগ করেন,  রাজ্যে বিজেপি কে নিয়ে এসেছে  শাাাসকদল। যদিও এই অভিযোগ মানেননি পুর প্রশাসক ফিরহাদ হাকিম । তিনি বলেছেন,  আমরা বিজেপি কে নিয়ে  আসিনি। আমরা শুধুমাত্র বাজপেয়ীজি কে সমর্থন করেছিলাম।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version