Monday, November 10, 2025

বঙ্গ নির্বাচনে প্রার্থী দেবে শিবসেনা, আনুষ্ঠানিক ঘোষণা সঞ্জয় রাউতের

Date:

২০২১-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শিবসেনা(Shiv Sena) যে প্রার্থী দিতে চলেছেন সে কথা সূত্র মারফত আগেই জানা গিয়েছিল। রবিবার টুইট করে দলের তরফে আনুষ্ঠানিকভাবে সে কথা প্রকাশ করলেন শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Raut)। এদিন টুইট করে তিনি জানিয়ে দিলেন, ‘শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে(Uddhav Thakre) সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছে শিবসেনা। শীঘ্রই আমরা কলকাতায় পৌঁছাবো। জয় হিন্দ, জয় বাংলা।’

যদিও বঙ্গ নির্বাচনে ঠিক কতগুলি আসনে শিবসেনা প্রার্থী দেবে সে কথা সঞ্জয় রাউত স্পষ্ট করে না জানালেও অসমর্থিত সূত্রে আগেই জানা গিয়েছিল প্রায় শতাধিক আসনে প্রার্থী দিতে পারে মহারাষ্ট্রের শাসক দল। সূত্রের খবর, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, দমদম, ব্যারাকপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জায়গায় অন্তত ১০০টি আসনে শিব সেনার তরফে প্রার্থী দেওয়া হবে। এর জন্য আগামী ২৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে (West Bengal)এসে এখানকার নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক ও সাংসদ অনিল দেশাইয়ের।

আরও পড়ুন:একুশের ভোটের চমক, ‘পরিবর্তন যাত্রা’ করবে বিজেপি: দিলীপ ঘোষ

উল্লেখ্য, বঙ্গ নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে আসাদউদ্দিন ওয়েইসির মিম। পাশাপাশি এবার দল গড়ে নির্বাচনী লড়াইয়ে নামবে পীরজাদা আব্বাস সিদ্দিকি। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান এই দুই দল নির্বাচনে মুসলিম ভোট ব্যাপক ভাবে কাটতে পারে যার ফলে আখেরে লাভ হবে বিজেপির। অন্যদিকে, মহারাষ্ট্রে কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা যদি বাংলায় প্রার্থী দেয় একই রকম ভাবে হিন্দু ভোট কাটার সম্ভাবনা রয়েছে বাংলায়। বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরেই সাপে-নেউলে সম্পর্ক শিবসেনার, ফলে বাংলায় তারা প্রার্থী দিলে নিঃসন্দেহে চাপ বাড়বে বিজেপির।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version