নয়া কমিটিতে পদ মেলেনি, দলের বিরুদ্ধে ক্ষোভ কোচবিহারের তৃণমূল নেতার

এবারে দলের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল (Tmc) কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা আলিজার রহমান (Alizar Rahaman)। নতুন ব্লক কমিটিতে কোনো পদ না পেয়েই দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন এই শ্রমিক নেতা। আলিজার রহমান এদিন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের (Parthprarim Roy) বিরুদ্ধে মুখ খোলেন৷ তিনি বলেন, জেলা কমিটিতে তিনি দীর্ঘদিন ছিলেন কিন্তু এখন কোনো কমিটির সদস্য হিসেবেও রাখা হয়নি। দলের একজন পুরোনো দিনের সৈনিক হওয়া সত্ত্বেও অপমান করা হয়েছে৷ কোনোদিন কোনো দুর্নীতি বা স্বজনপোষণ না করলেও দলের ব্লক এমনকি অঞ্চল কমিটিতেও কোনো জায়গা পাননি বলে অভিযোগ বিক্ষুব্ধ নেতার৷

তবে ক্ষোভ প্রকাশ করেও আলিজার রহমান জানান, দল বদলের কোনো ভাবনা তার নেই৷ আলিজার রহমান ২০০৭ সাল পর্যন্ত তৃণমূল যুব কংগ্রেসের মাথাভাঙা ১ ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন। এর পর থেকেই তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সাধারন সম্পাদক পদে আছেন। যদিও কমিটি গঠন ঘিরে ক্ষোভ প্রকাশ ঘিরে কোনো প্রতিক্রিয়া জানাননি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায়। সূত্রের খবর, তিনি আলিজার রহমানের ক্ষোভের ব্যাপারে কলকাতায় তৃণমূল ভবনে কথাবার্তা বলেছেন।

আরও পড়ুন- বিদেশে কত জনের বাড়ি, জানতে চায় দুর্নীতি দমন কমিশন

Advt

Previous articleবিদেশে কত জনের বাড়ি, জানতে চায় দুর্নীতি দমন কমিশন
Next articleশিলিগুড়িতে মঙ্গলে দিলীপের সভা, শেষে অনুমতি দিল পুরসভা-প্রশাসন