Sunday, January 11, 2026

আজ নন্দীগ্রামে মমতা, ৩ লক্ষ জমায়েতের দাবি নিয়ে সভাকে ঐতিহাসিক তকমা তৃণমূলের

Date:

Share post:

আজ নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জমি আন্দোলনের ধাত্রীভূমিতে দাঁড়িয়ে তৃণমূল (TMC) সুপ্রিমে কী বার্তা দেন সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বীজবপন হয়েছিল পূর্ব মেদনীপুরের (Medinipur East) এই নন্দীগ্রামের মাটি থেকেই। লড়াই, আন্দোলন, বিপ্লব, সংগ্রামের অপর নাম নন্দীগ্রাম। তারপর গঙ্গারক্ষ দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। নন্দীগ্রামের মাটি আপসহীন সংগ্রামের, নন্দীগ্রামের মাটি নীতি-আদর্শকে আঁকড়ে থাকার। সেই মাটি যে “দলবদলু”দের সম্পত্তি নয়, আজ সোমবার তেখালির জনসভা (Rally) থেকে তার প্রমাণই দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ( Assembly Election) আগে যা খুব তাৎপর্যপূর্ণ।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী ( Subhendu Adhikary) জার্সি বদলে বিজেপিতে (BJP) যোগদানের পর এই প্রথমবার নন্দীগ্রাম যাচ্ছেন মমতা। গত ৭ জানুয়ারি নন্দীগ্রামে জনসভা করার কথা ছিল মমতার। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম শীর্ষ নেতা অখিল গিরি (Akhil Giri) করোনা আক্রান্ত হওয়ায় সেই সভা সাময়িক স্থগিত করা হয়। স্থানীয়স্তরে পালন করা হয় দিনটি।

সুপ্রিমোর এই সভাকে “ঐতিহাসিক” করার কাজে ঝাঁপিয়েছে জোড়াফুল শিবির। আজ, তেখালির মাঠে সেই ‘বৃত্ত’ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন মহাপাত্র। তাঁর কথায়, জমির অধিকার রক্ষার আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামের মানুষের কাছে একজনই আপন, একজনই নেত্রী—মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জনতা সেটাই প্রমাণ করবে।

জেলা তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় ৩ লক্ষ মানুষ জমায়েত হবেন। সকাল থেকেই মানুষ তেখালি ধানক্ষেতের সভাস্থলে আসতে শুরু করেছেন। উন্নয়ন বনাম কুৎসার এই অসম লড়াইয়ে নন্দীগ্রাম যে তৃণমূল সুপ্রিমোর পাশেই রয়েছে, ‘স্বঘোষিত’ ভূমিপুত্রদেরও তার প্রমাণ দিতে মরিয়া ঘাসফুল শিবির। নন্দীগ্রাম অভিযানের পর কাল, মঙ্গলবার জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায় পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন:সৌমিত্রকে জোর ধমক দিল্লির নেতৃত্বের, স্টিং অপারেশন নিয়েও সতর্কতা

শুভেন্দু ও তাঁর ছোটভাই সৌমেন্দু গেরুয়া শিবিরে গেলেও এখন তাঁদের বাবা শিশির অধিকারী ও মেজছেল দিব্যেন্দু অধিকারী খাতায়-কলমে তৃণমূলের রয়েছেন। যদিও তাঁরা মমতার সভায় আসছেন না বলেই জানা গিয়েছে।

Advt

spot_img

Related articles

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...