চতুর্থ দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে ২১৪ রানে এগিয়ে পেইনরা

চতুর্থ দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেয় অস্ট্রেলিয়া। যদিও দিনের প্রথম সেশনেই ভারত উল্লেখযোগ্য সাফল্য পায়।অস্ট্রেলিয়া ৫১ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলেছে। ভারতের থেকে ২১৪ রানে এগিয়ে পেইনরা।

ইনিংসের ২৫তম ওভারে ভারত দ্বিতীয় ইনিংসে প্রথম সাফল্য পায়। ৩৮ রান করে শার্দুল ঠাকুরের বলে পন্তের হাতে ধরা পড়েন হ্যারিস। অস্ট্রেলিয়া ৮৯ রানে প্রথম উইকেট হারায়।
২৬তম ওভারে ওয়ার্নারের উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। ৪৮ রান করে এলবিডব্লিউ হন ওয়ার্নার।৩১তম ওভারে সিরাজ ফিরিয়ে দেল ল্যাবুশানকে। ২৫ রান করে রোহিতের হাতে ধরা পড়েন তিনি।৩১তম ওভারেই সিরাজ আউট করেন ওয়েডকেও। খাতা খোলার আগেই পন্তের হাতে ধরা পড়েন তিনি।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleআজ নন্দীগ্রামে মমতা, ৩ লক্ষ জমায়েতের দাবি নিয়ে সভাকে ঐতিহাসিক তকমা তৃণমূলের