ডেথ সার্টিফিকেটের হয়রানি মেটাতে নয়া নিয়ম স্বাস্থ্য দফতরের

প্রতীকী চিত্র

ডেথ সার্টিফিকেট পেতে হয়রানি হওয়ার অভিযোগ ভুরিভুরি ।
এবার রাজ্যবাসীর সেই হয়রানি দূর করতে ডেথ সার্টিফিকেট দেওয়ার নয়া নিয়ম আনল রাজ্য স্বাস্থ্য দফতর।
এবার নয়া নিয়মে বলা হয়েছে যে, কোনও কারণে যদি একটি হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগীকে স্থানান্তর করা হয় এবং অন্য হাসপাতাল নিয়ে যাওয়ার সময় যদি রোগীর মৃত্যু হয়, সেসময় শেষ যে হাসপাতালে রোগী চিকিৎসা করিয়েছেন এবং যাঁর অধীনে চিকিৎসা করাচ্ছিলেন, সেই চিকিৎসককেই ডেথ সার্টিফিকেট দিতে হবে৷ তবে মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক তথ্য জেনে নিতে হবে ওই চিকিৎসককে।

Previous articleধূমপায়ী, নিরামিষাশীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, বলছে সমীক্ষা
Next articleফের ধস শেয়ারবাজারে, ৪৭০ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক