বাংলাদেশকে টিকা উপহার দেবে ভারত সরকার

খায়রুল আলম (ঢাকা) : ভারত (India) থেকে উপহার হিসেবেও করোনাভাইরাসের টিকা পাবে বাংলাদেশ (Bangladesh), যা শীঘ্রই দেশে পৌঁছাবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (Dhaka Reporters Unity)  আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ (Meet the Reporters) অনুষ্ঠানে তিনি বলেন, “ভারত থেকে উপহার হিসেবে আরও কিছু টিকা আসবে। এই উপহার হিসেবে কত টিকা আসছে সেই সংখ্যাটা এখনই বলা যাচ্ছে না। তবে সংখ্যাটি ভালোই।”

বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনছে, যার প্রথম চালান ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছবে বলে আশা করছে সরকার।

সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড (Covishield) ছাড়াও ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিন (Covaxin) টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছেন ভারত সরকার।

আরও পড়ুন-ধূমপায়ী, নিরামিষাশীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, বলছে সমীক্ষা

Advt

Previous articleফের ধস শেয়ারবাজারে, ৪৭০ পয়েন্ট নামল সেনসেক্সের সূচক
Next articleবিদেশে কত জনের বাড়ি, জানতে চায় দুর্নীতি দমন কমিশন