Thursday, August 21, 2025

হাজারি বস্তির সংস্কারে বরাদ্দ ৩ কোটি, নতুন নাম “মমতা কলোনি”

Date:

বাগবাজার (Bagbazar) অগ্নিকাণ্ডে (Fire) ভস্মীভূত হাজারি বস্তি (Hazari Basti) সংস্কারের জন্য রাজ্য সরকার বরাদ্দ করলো প্রায় ৩ কোটি টাকা। টেন্ডার ডেকে ইতিমধ্যেই নতুন করে বস্তি তৈরির কাজ শুরু হয়েছে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত এলাকা ইতিমধ্যেই পরিষ্কার করার কাজ চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই পাকা গাঁথনি তোলার কাজ শুরু হয়ে যাবে।

স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর বাপি ঘোষ জানিয়েছেন নতুন করে বস্তি নির্মাণের জন্য প্রস্তাবিত খরচ ২ কোটি ৮০ লাখ টাকা। এলাকার বাসিন্দাদের প্রতিনিধিদের সঙ্গে ফের এক দফায় বৈঠক করে কলকাতা পুরসভা (KMC) কর্তৃপক্ষ। সেখানে ঠিক হয়েছে, ১০৮টি ঘর বানিয়ে দেওয়া হবে। এবং সকলের সহমতে হাজারি বস্তির নতুন নাম হবে “মমতা কলোনি”।

উল্লেখ্য, বাগবাজারে বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত বস্‌তিবাসীদের পাশে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্তদের জন্য ঘরের ব্যবস্থা করা হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM) । তবে যতদিন না ঘর তৈরি হচ্ছে ততদিন বাগবাজার উইমেন্স কলেজে অস্থায়ীভাবে ক্ষতিগ্রস্তদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া প্রত্যেককে পাঁচ কেজি করে চাল, ডাল, আলু এবং শিশুদের বিস্কুট ও দুধ দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। অগ্নিদগ্ধ এলাকার মহিলা, পুরুষ এবং শিশুদের পোশাক এবং শীতকালের কথা মাথায় রেখে কম্বল দেওয়ার নির্দেশ ছিল তাঁর। পুরসভার পক্ষ থেকে সেইমতো ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি কেউ নেই: বলছে সমীক্ষা

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version