Thursday, December 18, 2025

“তাঁর উজ্জ্বল উপস্থিতির অভাব অনুভব করি”, সৌমিত্রর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য মমতার

Date:

Share post:

আজ, ১৯ জানুয়ারি। বাংলা চলচ্চিত্রে (Bengali Flim) কিংবদন্তি (Legendary) অভিনেতা (Actor)
সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Sumitra Chatterjee) ৮৬ তম জন্মদিন (Birth Anniversary)। প্রয়াত অভিনেতাকে জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, “সৌমিত্রদাকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই। তিনি একজন কিংবদন্তি, যিনি নিজের কর্মক্ষেত্রের সর্বত্র স্বকীয়তার ছাপ রেখে গেছেন। আমরা তাঁর উজ্জ্বল উপস্থিতির অভাব অনুভব করি। সম্প্রতি আমার সৌভাগ্য হয়েছিল সৌমিত্রদার আঁকা ছবি, সিনেমার পোস্টার এবং তাঁর ডিজাইন করা কস্টিউমের প্রদর্শনীর উদ্বোধন করার। তাঁর পরিবারের মানুষদের ভালোবাসা এবং উষ্ণতায় আমি অভিভূত।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বাইপাসের সংলগ্ন আনন্দপুরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সৃষ্টি নিয়ে শুরু হয় বিশেষ প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের উদ্যোক্তা সৌমিত্র চট্টোপাধ্যায় ফাউন্ডেশন। সেখানে অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি শিল্পী যোগেন চৌধুরী প্রস্তাব দেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন ও কাজ নিয়ে একটি সংগ্রহশালা তৈরি করা হোক। সব জিনিসগুলোকে এক জায়গায় এনে বর্তমান ও আগামী প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার চেষ্টা করা উচিত। এরপরই মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, লিখিত প্রস্তাব পেলেই যৌথ উদ্যোগে পদক্ষেপ নেবে সরকার।

গত ১৫ নভেম্বর বেলা ১২টা ১৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে জীবনাবসান হয় সৌমিত্রবাবুর। করোনা আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর বেলভিউ হাসপাতালে ভর্তি হন এই প্রবীণ অভিনেতা। পরে করোনামুক্ত হলেও দেখা দেয় অন্যান্য সমস্যা। চলছিল জীবন-মৃত্যুর লড়াই। শেষপর্যন্ত, ৪০ দিনের মাথায় সকলকে কাঁদিয়ে চলে যান তিনি।

আরও পড়ুন-হাজারি বস্তির সংস্কারে বরাদ্দ ৩ কোটি, নতুন নাম “মমতা কলোনি”

Advt

spot_img

Related articles

মহানগরীতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী, উইকেন্ডে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়

বৃহস্পতির সকালে শহর কলকাতার তাপমাত্রা পারদ ১ ডিগ্রি বাড়ল। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)জানিয়েছে বড়দিনের আগে কনকনে...

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...

আজ থেকে ‘নো ম্যাপিং’ ভোটারদের নোটিশ পাঠানো শুরু কমিশনের

বঙ্গে এসআইআর (Special Intensive Revision) পরবর্তী পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)...

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...