ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজের দল ঘোষনা, দলে ফিরলেন হার্দিক

মঙ্গলবার ভারত-ইংল‍্যান্ড ( india vs England )টেস্ট সিরিজের জন‍্য দল ঘষোনা করল ভারতীয়( india) দল। প্রথম দুই ম‍্যাচের জন‍্য ১৮ জনের জন‍্য দল ঘষোনা করল বিসিসিআই (bcci)।

দলে এলেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প‍্যাটেল। ফিরছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। দলে স্টান্ডবাই হিসাবে সুযোগ পেলেন বাংলার অভিমন‍‍্যু ঈশ্বরন।

ফেব্রুয়ারি মাস থেকে ঘরের মাঠে ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। তারই দল ঘোষনা করা হয় মঙ্গলবার। ইংল‍্যান্ডের বিরুদ্ধে চোট সারিয়ে দলে ফিরছেন ইশান্ত শর্মা। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলে জায়গা হয়নি টি-নটরাজের। কে এল রাহুলকে দলে রাখা হলেও, ফিট হলেই মাঠে নামতে পারবেন তিনি।

আরও পড়ুন:গ‍্যাব্বায় জয়ের কৃতিত্ত্ব বিরাটের, শাস্ত্রীর এই উক্তিতে শোরগোল ক্রিকেট দুনিয়া